বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা রীতিমতো ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পাবলিশ করে সেটি প্রাক্তন বিজেপি (BJP) সাংসদদের ভিডিও বলে দাবি করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনের শুরুতেই লেখা, ‘ঘোষের কুকীর্তি’। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা।
ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রাক্তন সাংসদ ও তাঁর স্ত্রী ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন। এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে তাঁদেরই সল্টলেকের বাড়ি সংলগ্ন একটি অফিস ঘরে। সূত্রের খবর, ওই ঘরটি প্রাক্তন সাংসদ নিজের রাজনৈতিক কাজকর্মের জন্যই অস্থায়ীভাবে ব্যবহার করতেন। এই ভিডিও প্রকাশে আসতেই অস্বস্তিতে পড়েছে দল (BJP)।
নাম না বললেও ইঙ্গিত স্পষ্ট
যদিও এখনো পর্যন্ত কোনও অফিসিয়াল নাম সামনে আসেনি, তবুও রাজনৈতিক মহলে বিশেষ একজনের দিকেই আঙুল উঠছে। দলীয় স্তরে শুরু হয়েছে আলোচনা। নেতাদের একাংশ বলছে এই ভিডিওটি বিজেপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে ফাঁস করা হয়েছে। আবার কেউ বলছেন “এই ভিডিও যদি সত্যি হয়, তবে তা নিন্দনীয়।” তবে এই ভিডিওটি প্রকাশ্যে আসতে বিজেপির (BJP) অন্দরে যে চাপা গুঞ্জন শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
রাজনৈতিক চক্রান্ত না সত্যি?
রাজনৈতিক প্রাঙ্গনে এই ভিডিও কে কেন্দ্র করে শুরু হয়েছে একাধিক জল্পনা। এই ভিডিও কারা এবং কী উদ্দেশ্যে ফাঁস করল, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। ভিডিওটি আসল নাকি AI মারফত তৈরি? এই নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ SIR ঘিরে উত্তাল বিহারে! ভোট বয়কটের হুমকি তেজস্বীর, বাংলায় কোন পথে হাঁটবে তৃণমূল?
সোশ্যাল মিডিয়ার একাধিক প্লাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদিও ফেসবুক থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে। তবে ভোটের আগে বিজেপির প্রাক্তন সংসদের এরকম ভিডিও ফাঁস বিজেপির জন্য বাংলার ভিত কিছুটা নড়বড়ে করতে পারে বলে মনে করছেন রাজনীতিবিদরা। ভিডিওটি নিয়ে দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া না এলেও সূত্রের খবর বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পরেছে দল (BJP)।
বিঃদ্রঃ বাংলা হান্ট’-এর পক্ষ থেকে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করা হয় নি।