‘আমাদেরও তো একটু চোখের আরাম করতে দিন’, রণবীরের নগ্ন ফটোশুট বিতর্কে প্রতিক্রিয়া বিদ‍্যার

বাংলাহান্ট ডেস্ক: পোশাক খুলে শত্রু বাড়িয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। এতদিন বলিউডে থেকে যত না অনুরাগী বানিয়েছিলেন, সম্মান অর্জন করেছিলেন, তাঁর পোশাক খোলার সঙ্গে সঙ্গে সেসবও একে একে ছেড়ে গিয়েছে অভিনেতাকে। কোথাও তাঁর নামে ধিক্কার ধ্বনি উঠছে, কোথাও আরো এক ধাপ এগিয়ে রণবীরকে পোশাক দান করা হচ্ছে নগ্নতা ঢাকার জন‍্য।

চতুর্দিক দিয়ে অভিনেতা যখন প্রায় কোণঠাসা, তখন নিজের ইন্ডাস্ট্রির সহকর্মীরাই পাশে দাঁড়ালেন রণবীরের। অভিনেতার নগ্ন ফটোশুট নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিদ‍্যা বালান (Vidya Balan), যিনি অনস্ক্রিনে ‘সিল্ক স্মিতা’ হয়েছেন, আবার ফটোশুটের জন‍্য পোশাক খুলতেও দ্বিধাবোধ করেননি।

vidyabalan
বিদ‍্যার মতে, এই প্রথম বার কোনো পুরুষ নগ্ন ফটোশুট করার সাহস দেখিয়েছেন। সেটাকে কুর্নিশ জানানো উচিত। তিনি অন্তত এতে কোনো সমস‍্যার কিছু দেখছে না। কিন্তু অনেকের তো অসুবিধা হচ্ছে। মহিলাদের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে একাধিক এফআইআরও দায়ের করা হয়েছে।

তাদের উদ্দেশে বিদ‍্যার সাফ কথা, অসুবিধা হলে দেখবেন না। হাতে কোনো কাজকর্ম নেই বলে অভিযোগ দায়ের করে সময় কাটাচ্ছেন, কটাক্ষ বিদ‍্যার। এখানেই শেষ নয়। তিনি আরো বলেন, “আমাদের অন্তত একটু চোখের আরাম করতে দিন!” একা বিদ‍্যা নন, স্বরা ভাস্কর, আলিয়া ভাট, অর্জুন কাপুর, রাম গোপাল ভার্মা, পূজা বেদীরাও রণবীরের সমর্থনেই মুখ খুলেছেন।

Ranveer singh
প্রথমে মুম্বই পুলিসের কাছে এফআইআর দায়ের করা হয় রণবীরের বিরুদ্ধে। এক এনজিওর সদস‍্য চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার বিরুদ্ধে। নিজের নগ্ন ছবি দিয়ে মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন রণবীর, উঠেছে এমন অভিযোগ। প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করার দাবি আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

তারপর মধ‍্যপ্রদেশের ইন্দোরের কয়েকজন বাসিন্দা পোশাক দান করে রণবীরকে। একটি বড় বাক্সের গায়ে রণবীরের নগ্ন ফটোশুটের একটি ছবি লাগানো রয়েছে। লাইন দিয়ে একে একে লোকজন এসে ওই বাক্সের মধ‍্যে জামা কাপড় রেখে যাচ্ছে। বাক্সটির গায়ে লেখা হয়েছে, ‘মানসিক আবর্জনা’! এমনি একটি ভাইরাল ভিডিও চাঞ্চল‍্য ছড়ায় নেটমাধ‍্যমে। কিন্তু কোনো বিষয়ে মন্তব‍্য করেননি রণবীর।

Niranjana Nag

সম্পর্কিত খবর