ইন্দ্রাণী সেন,বাঁকুড়া: রাজ্যের অনান্য অংশের সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলা জুড়ে পালিত হল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন। এদিন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের সহযোগিতায় বাঁকুড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম দিবস পালন করা হয়। জেলার প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিতেও যথাযোগ্য মর্যাদার সাথে বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করা হয়।
অন্যদিকে ইন্দাস মহাবিদ্যালয় বাংলা বিভাগের পক্ষ থেকেও এই বিশেষ দিনটিকে পালন করা হয়। বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতে কলেজের বাংলা বিভাগের দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্দাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা বাংলা বিভাগীয় প্রধান ড: তাপস রায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় অধ্যাপক সবিনয় মন্ডল ও অধ্যাপিকা আত্রেয়ী সিদ্ধান্ত প্রমুখ। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ছাত্র ছাত্রীরা গান কবিতা বক্তব্য পরিবেশন করেন। বাংলা বিভাগের শুভেন্দু ঘোষ বলেন,” আমরা বিদ্যাসাগর কে শ্রদ্ধা জানাতে বর্নপরিচয় থিমের ওপর উদিতা প্রকাশিত হয়। এখানে ছাত্রছাত্রীদের প্রতিটি লেখা বিদ্যাসাগর কেন্দ্রিক”। ছাত্র ছাত্রীদের এই উদ্যোগে খুশি শিক্ষকরা।