বাপ্পাই দত্ত :- ভারতবর্ষ তথা বাংলার অন্যতম সমাজসেবী হিসেবে একাধিক বার তাদের পরিচয় পাওয়া গেছে বিভিন্ন পত্রপত্রিকায় ,কখনও তারা দিল্লি পাড়ি দিয়েছে কখনও তারা পাড়ি দিয়েছে কাশ্মীর কখনও চলে গেছেন আন্না হাজারের বাড়িতে বাড়িতে বর্তমান বাংলার কলসিত অবস্থাকে মুক্তি পাওয়ার জন্য সমাজসেবা মূলক কাজের জন্য ছুটে চলে যায় দিল্লির দরবারে তবে ট্রেন নয় বা বাসে নয় যায় সাইকেল চালিয়ে অথবা পায়ে হেটে, বাংলার বুকে ভ্রাতৃত্ব বন্ধন দুই সম্প্রদায়কে আলোড়ন পরিবেশ জাগানোর জন্য ছুটে গেছে বাংলাদেশের বুকে, তারা কোনও সেলিব্রিটি নয় তারা হল সাধারণ ঘরের বাংলা
তথা উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত বারাসাতের দামাল ছেলে সৌরভ লাহিড়ি এবং রৌনক দত্ত,আজ তারা পুলিশের অনুমতি নিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে বাংলায় যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য ধিক্কার পদযাত্রা করবেন বারাসাত থেকে বিদ্যাসাগর কলেজ পর্যন্ত,এদের ধিক্কার পদযাত্রার মূল বক্তব্য হল বাঙালির প্রকৃত সম্পদ এবং শক্তি হল বাঙালির
শিক্ষা বিদ্যাসাগরের মুতি’ ভাঙা হল আসলে বাঙালির আত্মপরিচয় ধ্বংস করার একটি প্রচেষ্টা , এই প্রচেষ্টা সফল হবে না, ভারতবর্ষ তথা বাংলায় যে ভাবে ধ্বংস করা হল বাংলার বর্ণ পরিচয় এবংদয়ার সাগর কে বর্তমান শিক্ষা সমাজ ও নব্য সমাজ কিছুতেই মানতে পারছে না ও মানবে না গম্ভীর জাগরণ সৃষ্টি হয়েছে প্রত্যেকে হৃদয়ে.