বাংলাহান্ট ডেস্ক: পদে পদে চমক দেন বিদ্যুত জামওয়াল (Vidyut Jammwal)। কখনো দুর্দান্ত মার্শাল আর্ট দেখিয়ে, আবার কখনো বরফের মধ্যে শরীর ঢুকিয়ে অনুগামীদের হতভম্ব করে দেন তিনি। এবারে এক নির্মীণমান বিল্ডিংয়ের লোহার বিম বেয়ে বেয়ে এক শ্রমিকের কাছে পৌঁছে গেলেন বিদ্যুৎ। ভিডিও দেখে বুকে কাঁপুনি ধরতে বাধ্য।
বিদ্যুতের মতো স্টান্ট বলিউডের কোনো তারকাই করতে পারবেন না। এ বিষয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। কারণ তিনি বাস্তব জীবনে একজন মার্শাল আর্টিস্ট। ছোট থেকে শিখেছেন কালারিপায়াত্তু। অভিনয়ে এসে তাই কঠিন থেকে কঠিনতর স্টান্ট করতেও কোনো অসুবিধা হয় না তাঁর। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও নিজের কাণ্ডকারখানার টুকটাক ভিডিও শেয়ার করতে থাকেন তিনি।
তাঁর সাম্প্রতিকতম ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির পাশেই নির্মাণ কাজ চলছে। লোহার বিম জুড়ে কাঠামো খাড়া করা হয়েছে। সেই কাঠামোর একটি বিমের উপরে দাঁড়িয়ে এক শ্রমিক। ব্যালকনি থেকে তাঁর সঙ্গে আড্ডা জুড়ে দিয়েছেন বিদ্যুৎ। বলতে বলতেই ব্যালকনির রেলিং ডিঙিয়ে পাশের লোহার বিমের উপরে পা রাখেন অভিনেতা।
তারপর একের পর এক বিম পেরিয়ে নিমেষের মধ্যে ওই শ্রমিকের কাছে পৌঁছে যান বিদ্যুৎ। ছবি, ভিডিও তুলে কুশল বিনিময় সেরে আবার উপরে উঠে আসেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, স্বাভাবিক জিনিস খুব বোরিং। সঙ্গে ওই মিস্ত্রিকে বাস্তবের স্টান্টম্যানও বলেছেন তিনি।
বিদ্যুতের ভিডিও দেখে অবাক নেটনাগরিকরা। কেউ লিখেছেন, অভিনেতার হৃদয় সোনা দিয়ে বাঁধানো। কেউ বিদ্যুৎকে নিজের অনুপ্রেরণা বললেন। আবার একজন মজা করে লিখেছেন, মৃত্যুও মনে হয় বিদ্যুৎকে ভয় পায়। অনেকের মতে, বিদ্যুৎই হলেন দেশি স্পাইডারম্যান।
https://www.instagram.com/reel/CfdUYgnjgDu/?igshid=YmMyMTA2M2Y=
কিছুদিন আগেই বিদ্যুতের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। হিমালয় অঞ্চলে খালি গায়ে বরফের চাদর ঢেকে শুয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। শীত এড়ানোর জন্য মোটা জ্যাকেটে সর্বাঙ্গ মুড়েই এসেছিলেন তিনি। কিন্তু তারপরেই শুধুমাত্র একটি প্যান্ট পরে খালি গায়ে পুরু বরফের মধ্যে ঢুকে বসতে দেখা যাচ্ছে তাঁকে।
বরফের মধ্যে থেকেই বিভিন্ন যোগাভ্যাস করেছেন বিদ্যুৎ। তিনি জানান, প্রবল ঠাণ্ডার মধ্যে থেকে শ্বাসপ্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনার ক্রিয়া অভ্যাস করছেন তিনি। কালারিপায়াত্তু বলে, প্রত্যেকের মধ্যেই একজন যোগী বাস করে। প্রত্যেক মার্শাল আর্টিস্ট এভাবেই শারীরিক সক্ষমতার বিভিন্ন ধাপ পার করে।
এভাবেই বরফের মধ্যে টানা তিন ঘন্টা ধরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার অভ্যাস চালিয়ে গিয়েছেন বিদ্যুৎ। তার একটা ছোট্ট ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সম্পূর্ণ ভিডিওটি খুব শীঘ্রই তাঁর ইউটিউব চ্যানেলে আসবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ।