বাংলাহান্ট ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (amit shah) আলিঙ্গন করতে চান অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (vidyut jammwal)। সোশ্যাল মিডিয়ায় নিজেই টুইট করে এই কথাটি জানিয়েছেন বিদ্যুৎ। কিন্তু টুইটের জন্যই ট্রোলের মুখে পড়েছেন তিনি।
আসলে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিদ্যুৎ জামওয়ালের আগামী ছবি ‘খুদা হাফিজ’। সেই ছবিরই ট্রেলারের প্রশংসা করে টুইট করেন বিদ্যুতের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অমিত সাধ। তাঁর টুইটের উত্তর দিতে গিয়েই বড়সড় ভুল করে বসেন অভিনেতা। অভিনেতা অমিত সাধের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তিনি লেখেন, অমিত শাহকে আলিঙ্গন করতে চান তিনি।
নেটিজেনের নজরে আসতেই ভাইরাল হতে শুরু করে বিদ্যুতের এই টুইট। তড়িঘড়ি নিজের ভুল শুধরে আরও একটি টুইট করেন তিনি। লেখেন, ‘ধন্যবাদ অমিত সাধ। ভার্চুয়াল আলিঙ্গন তোমাকে। আশা করি এটা সঠিক ঠিকানায় পৌঁছাবে।’
https://twitter.com/VidyutJammwal/status/1287629622901968896?s=19
বিদ্যুতের এই টুইটও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বেশ মজা পেয়েছেন অভিনেতার এই কাণ্ড দেখে। একজন লিখেছেন, ‘আপনি যে ট্রোল দেখে রেগে যাননি এবং আগের টুইটটিও ডিলিট না করেই নিজের ভুল শুধরে নিয়েছেন তাতে খুব ভাল লাগছে।’
প্রসঙ্গত, ‘টেন পিপল ইউ ডোন্ট ওয়ান্ট টু মেস উইথ’ তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’এর সঞ্চালক বিয়ার গ্রিলসের মতো ব্যক্তিত্বের সঙ্গে ভারতীয় হিসাবে বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের নামও যুক্ত হয়।
তালিকায় বিদ্যুৎ জামওয়ালের নাম প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে অভিনেতার ভক্তদের। এই সুখবর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে পাল্টা অনুরাগীদের ধন্যবাদও জানান তিনি।