টেনেটুনে ১ মাস, বিতর্ক মাত্রা ছাড়াতেই নায়ক বদলের দাবি, জি এর মেগা বয়কটের ডাক দর্শকদের!

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলার বেশ কিছু সিরিয়াল (Serial) এই মুহূর্তে ভালো টিআরপি দিচ্ছে। নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ ধারাবাহিক জায়গা করে নিয়েছে প্রথম দশের তালিকায়। তার মধ্যে আবার টপ ফাইভেও রয়েছে তিন তিনটি সিরিয়াল (Serial)। সেখানেও দেখা গিয়েছে নতুন পুরনোর মেলবন্ধন।

পুরনো হলেও রমরমিয়ে চলছে সিরিয়াল (Serial)

একদিকে যখন কিছু কিছু সিরিয়াল (Serial) কয়েক মাস চলতে না চলতেই বন্ধের মুখ দেখছে, সেখানে কয়েকটি সিরিয়াল (Serial) বছর ঘুরে গেলেও দিব্যি চলছে রমরমিয়ে। দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছেন নির্মাতারা। বছরের পর বছর ধরে টিআরপি বজায় রেখে এগিয়ে চলেছে, এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হল ‘জগদ্ধাত্রী’।

Viewers wants to boycott this zee bangla serial

সিরিয়াল বয়কটের ডাক দর্শকদের: জি বাংলার বর্তমানে সবথেকে পুরনো সিরিয়াল (Serial) এটি। প্রায় তিন বছর পূর্ণ করতে চলেছে জগদ্ধাত্রী। তবুও ফিকে হয়নি টিআরপি। এখনো দিব্যি প্রথম পাঁচেই থাকে এই সিরিয়াল (Serial)। বিশেষ করে সাম্প্রতিক টিআরপি তালিকায় সটান দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে এবার খানিক বেকায়দায় পড়েছে এই সিরিয়াল। দর্শকদের একাংশের তরফে জগদ্ধাত্রী (Serial) বয়কটের ডাক দেওয়া হয়েছে। একটি বিশেষ দাবি তুলে সিরিয়াল বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।

আরো পড়ুন : কামব্যাক করে “ফ্লপ” বেঙ্গল টপার নায়ক, ফের স্লটহারা সিরিয়াল, জলসাতেই ভরসা রাখলেন দর্শক

কী দাবি দর্শকদের: দর্শকদের একাংশের দাবি, অভিনেতা সায়ন্ত মোদককে বাদ দিতে হবে জগদ্ধাত্রী থেকে। বর্তমানে কাঁকনের নায়কের চরিত্রে সিরিয়ালে (Serial) অভিনয় করছেন তিনি। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে হারে বিতর্ক চলছে, যে সমস্ত অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠছে, তাতে দর্শকরা রীতিমতো ক্ষুব্ধ। এত অভিযোগ সত্ত্বেও কেন তাঁকে রেখে দেওয়া হয়েছে সিরিয়ালে (Serial), প্রশ্ন তুলছেন অনেকে।

আরো পড়ুন : “পাপের ঘড়া পূর্ণ”, দেবচন্দ্রিমার পর এবার প্রিয়াঙ্কা, “টক্সিক বক্স” সায়ন্তকে নিয়ে বিষ্ফোরক আরেক প্রাক্তন

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজে সায়ন্তকে সরানোর দাবি তুলে জগদ্ধাত্রী এবং ব্লুজ প্রোডাকশন বয়কটের ডাক দেওয়া হয়েছে। সায়ন্তকে সরানো না হলে সিরিয়াল (Serial) বয়কট করা হবে, এমনি দাবি তুলেছেন অনেকে। তবে এ বিষয়ে নির্মাতাদের তরফে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X