বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৩৯ জনের! আহত শতাধিক, নিরাপত্তা বাড়ল অভিনেতার বাড়িতে

Published on:

Published on:

Vijay Rally Stampede issue is raising concern.

বাংলাহান্ট ডেস্ক: তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয়ের জনসভায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা (Vijay Rally Stampede)। শনিবার সন্ধ্যায় সভাস্থলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জনের, আহত হয়েছেন আরও কমপক্ষে ১০০ জন। ঘটনাটি ঘিরে রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শাসক-বিরোধী উভয় রাজনৈতিক শিবির থেকেই এই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টরি কাজ়াগম (টিভিকে)-র তরফে শোকপ্রকাশ করা হলেও, জনগণের রোষ তাঁর দিকেই ঘুরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল (Vijay Rally Stampede)

ঘটনার সূত্রপাত শনিবার সকাল থেকেই। জানা গিয়েছে, সকাল ১০টা থেকেই জনসভাস্থলে ভিড় জমতে শুরু করে। কারণ, জনপ্রিয় অভিনেতা বিজয় নিজের দল গঠনের পর থেকেই ভোটের আগে প্রচারে ব্যস্ত। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তুমুল প্রচারে নামেন তিনি। সেই প্রচারের অংশ হিসেবেই শনিবার কারুরে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। প্রত্যাশিতভাবেই হাজার হাজার মানুষ হাজির হন সেখানে। পুলিশের অনুমান, সন্ধে নাগাদ সমাগমের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছিল (Vijay Rally Stampede)।

আরও পড়ুন:শুধু ভারতেই নয়! বিশ্বের এই দেশগুলিতেও মহাসমারোহে সম্পন্ন হয় দুর্গাপুজো, তালিকায় বড় চমক

কিন্তু বিজয়ের সভায় আসতে দেরি হয় কয়েক ঘণ্টা। প্রায় সকাল থেকে প্রতীক্ষায় থাকা মানুষজন যখন সন্ধে সাতটা নাগাদ তাঁকে দেখতে পান, তখন ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজয় সভাস্থলে পৌঁছনোর পরেই প্রচণ্ড ভিড়ের কারণে ধাক্কাধাক্কি শুরু হয়। কয়েকজন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভিড়ের চাপের মধ্যে একে একে পদপিষ্ট হতে থাকেন বহু মানুষ। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স থাকলেও এতটাই ভিড় ছিল যে সহজে পৌঁছতে পারেনি, ফলে মৃত ও আহতের সংখ্যা বেড়ে যায় (Vijay Rally Stampede)।

পুলিশ সূত্রে খবর, পদপিষ্টের ঘটনার পর টিভিকে-র দুই নেতা—এন আনন্দ এবং সিটি নির্মল কুমারের নামে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, সভার অনুমোদন ও নিরাপত্তা সংক্রান্ত নিয়মভঙ্গ হয়েছিল তাঁদের তরফে। ঘটনার জন্য সরাসরি তাঁদেরই দায়ী করা হচ্ছে (Vijay Rally Stampede)।

Vijay Rally Stampede issue is raising concern.

আরও পড়ুন: উৎসবে কোল্ড ড্রিঙ্কস বেশি খাচ্ছেন? শরীরের ভেতরে ঘটছে মারাত্মক পরিবর্তন

অন্যদিকে, ঘটনার পর বিজয় চেন্নাইয়ে ফিরে আসেন। তবে শঙ্কা রয়েছে যে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য সাধারণ মানুষের ক্ষোভ তাঁর দিকেও ঘুরে যেতে পারে। সেই কারণেই আগেভাগেই তাঁর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে (Vijay Rally Stampede)।

মাত্র ৫১ বছর বয়সে সিনেমার পর্দা থেকে সরাসরি রাজনীতিতে নেমে পড়েছেন বিজয়। তাঁর জনপ্রিয়তা বিশাল ভিড় টানলেও, সেই জনপ্রিয়তা যে কখনও কখনও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারুরের এই মর্মান্তিক দুর্ঘটনা তারই প্রমাণ। এখন দেখার বিষয়, এই ঘটনাই বা কতটা প্রভাব ফেলবে বিজয়ের রাজনৈতিক ভবিষ্যতের উপর (Vijay Rally Stampede)।