নতুন বছরেই বাজবে সানাই, লুকোচুরি সত্ত্বেও ফাঁস বিজয়-রশ্মিকার বিয়ের তারিখ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে বিয়ের সানাই বাজাও শুরু হয়ে গিয়েছে টিনসেল টাউনে। তালিকায় সর্বাগ্রে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Rashmika) এবং রশ্মিকা মন্দানা। বেশ কিছুদিন ধরেই দুজনের বাগদানের খবর রয়েছে চর্চায়। যদিও তাঁরা নিজেরা মুখ ফুটে কিছুই বলেননি। কিন্তু তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, বাগদান সেরে ফেলেছেন বিজয় রশ্মিকা।

কবে বিয়ে করছেন বিজয়-রশ্মিকা (Vijay Rashmika)?

সেই সঙ্গে আরও গুঞ্জন শোনা গিয়েছিল, ২০২৬ এর শুরুতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় রশ্মিকা। এবার বছরের শেষলগ্নে শোনা গেল, ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে নাকি রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে বিয়ের আসর। গুঞ্জন বলছে, উদয়পুরের এক প্রাসাদে রাজকীয় ঢঙে বিয়ে করতে চলেছেন তাঁরা।

Vijay Rashmika marriage date reportedly revealed

হায়দ্রাবাদে বড় উদযাপন: যেমনটা জানা যাচ্ছে, বিয়েতে দুই তারকার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ জনেরা উপস্থিত থাকবেন। রাজস্থানে বিয়ে সেরে আবার হায়দ্রাবাদে ফিরবেন বিজয় রশ্মিকা (Vijay Rashmika)। সেখানে হবে গ্র্যান্ড রিসেপশন, যেখানে উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা।

আরও পড়ুন : এই পাড়াতেই জন্ম-বেড়ে ওঠা, খালেদা জিয়ার প্রয়াণে শোকের সুর জলপাইগুড়িতে

বাগদান সারা আগেই: বিজয় রশ্মিকা দুজনেই ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। বিয়েটা নিয়ে কানাঘুষো থাকলেও তার আয়োজনে যে কোনও কার্পণ্য থাকবে না তা বলা বাহুল্য। সূত্রের খবর, রশ্মিকার (Vijay Rashmika) আংটির পেছনেই নাকি খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা। নেটপাড়ার অনুমান, অভিনেত্রীর বাগদানের আংটিতে প্রায় দেড় ক্যারাটের গোলাকার হীরে রয়েছে।

আরও পড়ুন : নাম নেই ২০০২-এর লিস্টে, কবি জয় গোস্বামীকে শুনানিতে তলব কমিশনের

শোনা যাচ্ছে, এই আংটির আনুমানিক দাম প্রায় ২২.৮৮ লক্ষ টাকা। যদিও এ বিষয়ে বিজয় রশ্মিকা (Vijay Rashmika) বা তাঁর পরিবারের কেউই কোনও মন্তব্য করেননি। যদিও সম্প্রতি এক টক শোতে অভিনেত্রী আংটিটি দেখিয়ে বলেন, এইসব আংটি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।