গুরবাজ ঝড় ফিকে হয়ে গেলো বিজয় শঙ্কর টর্নেডোর সামনে! ফের হারের মুখ দেখলো KKR

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ম্যাচে হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিল কেকেআর (KKR)। সেই ভুল আর দ্বিতীয়বার করলো না গুজরাট টাইটান্স (Gujrat Titans)। নূর আহমেদ (Noor Ahmed), জশুয়া লিটলদের (Joshua Little) অসাধারণ বোলিংয়ের পর বিজয় শঙ্করের (Vijay Shankar) অভাবনীয় ব্যাটিংয়ে ২ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতলো গুজরাট টাইটান্স। মাত্র একটি ম্যাচ জিতেই আবার হতাশার অতলে তলিয়ে গেল নাইট রাইডার্স। রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেলরা চেষ্টা করেও কিছুই করতে পারলেন না।

আজ টস জিতেছিলেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চোটের কারণে ছিলেন না কেকেআরের ফর্মে থাকা ওপেনার জেসন রয়। আর সেই সুযোগটি দুই হাতে লুফে নিলেন আফগান ওপেনার। নিজের চির পরিচিত আগ্রাসী ভঙ্গিতে গুজরাটের বোলারদের ওপর মারাত্মক আক্রমণ করেন তিনি। মাত্র ২৭ বলে সম্পূর্ণ করেন নিজের অর্ধশতরান। উল্টো দিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকলেও নিজের মেজাজ কখনোই বদলাননি তিনি।

gurbaz saha

শেষপর্যন্ত তাকে আউট করতে সক্ষম হয়েছেন গুজরাটের অপর ২ আফগান তারকা। আফগান চায়নাম্যান স্পিনার নূর আহমেদের বলে অসাধারণ ক্যাচ নিয়ে তাকে ড্রেসিংরুমে ফেরাতে সাহায্য করেছেন আফগান তারকা রশিদ খান। তার আগে অবশ্য রশিদকে বেশ কয়েকবার গ্যালারিতে পাঠিয়েছেন গুরবাজ। আউট হওয়ার আগে ৩৯ বলে ৫টি চার ও ৭টি ছক্কা সহ ৮১ রান করে গিয়েছেন গুরবাজ। দিনটা রশিদের একেবারেই ভালো যায়নি কিন্তু অসাধারণ বোলিং করেছেন নূর আহমেদ। নিজের চার ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।

কৃপণ বোলিং করে ২ উইকেট নিয়েছেন আইরিশ বোলার জশুয়া লিটলও। এক ওভারে ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানাকে ফিরিয়ে দুর্দান্তভাবে গুজরাটকে ম্যাচে এগিয়ে দিয়েছিলেন তিনি। শেষদিকে আন্দ্রে রাসেল ১৯ বলে ৩৪ রানের একটা মারকুটে ইনিংস না খেললে ১৭৯ রানের স্কোরেও পৌঁছতে পারতো না কেকেআর।

এরপর রান তাড়া করতে নামা ঋদ্ধিমান সাহাকে দ্রুত ফিরিয়ে সেই রাসেলই কেকেআরকে জয়ের আশা দেখিয়েছিল। এরপর হার্দিক এবং গিল নিজেদের মধ্যে একটা সুন্দর পার্টনারশিপ গড়ে তুলেছিল। অসাধারণ কিছু দৃষ্টিনন্দন শর্ট খেলেছিলেন শুভমান গিল। কিন্তু পরপর দুই ওভারে সুনীল নারায়ন এবং হর্ষিত রানা ৪৯ রানের স্কোরে ব্যাটিং করতে থাকা গিল এবং সেট হয়ে যাওয়া হার্দিককে ফিরিয়ে রানের গতি কিছুটা কমিয়ে দিয়েছিলেন।

কিন্তু সেই দুটি ঘটনায় আলাদা করে কোনো লাভ হয়নি। সেট হয়ে গিয়ে অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেন ডেভিড মিলার এবং বিশেষ করে বিজয় শঙ্কর। চলতি আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। আজ ২৪ বলে দুটি চার এবং ৫১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ২ ওভার বাকি থাকতেই গুজরাটকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। নাইট রাইডার্সের বিরুদ্ধে এর আগের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি তিনি। ১৮ বলে ৩২ রানের একটি কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন ডেভিড মিলার। এই ম্যাচটিতে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল টাইটান্সরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর