বিজেপিতে যোগ দিতে চলেছেন TRS-এর প্রাক্তন সাংসদ বিজয়াশান্তি, আজ দেখা করলেন অমিত শাহয়ের সঙ্গে

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ তেলেগু অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী বিজয়াশান্তি (Vijayashanti) আজ কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। উনি আজই দিল্লীতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহয়ের (Amit Shah) সাথে সাক্ষাৎ করেন। আগামীকাল সোমবার তিনি ভারতীয় জনতা পার্টিতে (Bharatiya Janata Party) যোগ দেবেন। তেলেগু অভিনেত্রী বিজেপিতে যোগ দেওয়ায় দক্ষিণের রাজ্যে বিজেপির আরও যে শক্তি বৃদ্ধি হবে সেটা বলাই বাহুল্য। দুদিন আগে হায়দ্রাবাদের পুরসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য হাসিল করে দক্ষিণের রাজ্যে নিজেদের শক্তি বাড়িয়েছিল বিজেপি। আর এবার বিজয়াশান্তি বিজেপি যোগে সেই শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

X