পোস্ট মর্টেমের আগে করোনার পরীক্ষা করা হল বিকাশ দুবের, সামনে এলো রিপোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের কানপুরে কুখ্যাত অপরাধী বিকাশ দুবের (Vikas Dubey) শুক্রবার সকালে ইউপি এসটিএফ এনকাউন্টার (Kanpur Encounter) করে। এই এনকাউন্টারের পর বিকাশ দুবের দেহ পোস্টমর্টেমের আগে করোনার পরীক্ষা করানো হয়। বিকাশের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডাক্তারদের একটি টিম বিকাশ দুবের শরীর থেকে স্যাম্পেল নেয়। আরেকদিকে, ডাক্তারের একটি দল বিকাশের পোস্টমর্টেম করার সময় ভিডিও করবে বলে জানা গিয়েছে। তবে পোস্ট মোর্টেমের আগে বিকাশের দেহকে এক্সরের জন্য পাঠানো হয়েছে। শরীরে গুলি কোথায় কোথায় আটকে আছে, সেটা জানার জন্যই এই এক্সরে করা হচ্ছে।

vi

উত্তর প্রদেশের এডিজি (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, এনকাউন্টারের সময় তিনজন সাব ইনস্পেকটর, একজন কনস্টেবল আর দুজন এসটিএফ কম্যান্ডো আহত হয়েছে। এডিজি অনুযায়ী, ২রা জুলাই বিকাশ দুবের গ্যাংয়ের সাথে হওয়া এনকাউন্টারে মোট ২১ জনের হদিশ পাওয়া গেছে। আর ৬০ থেকে ৭০ জনের নাম জানা যায়নি এখনো। তিনজকে গ্রেফতার করা হয়েছে আর ছয় জনকে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে। সাতজনকে জেলে পাঠানো হয়েছে আর ১২ জন এখনো পলাতক।

Ech67enUMAYZsB7

আপনাদের জানিয়ে দিই, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতার করা হয়েছিল কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে। আর আজ সকালে মধ্যপ্রদেশ থেকে উত্তর প্রদেশে নিয়ে আসার সময় কানপুরে ইউপি এসটিএফ- এর কনভয় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে।

বিকাশ দুবে যেই গাড়িতে ছিল, সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাল্টি খায়। আর এরপর বিকাশ দুবে সেই গাড়ি থেকে বেরিয়ে আহত পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে পালাবার চেষ্টা করে। যদিও বিকাশ তাঁর এই কাজে সফল হয়নি। পিছনে থাকা আরও দুটি পুলিশের গাড়ি সামনে এসে বিকাশের এনকাউন্টার করে। অ্যাক্সিডেন্ট থেকে এনকাউন্টার পর্যন্ত মাত্র ১০ মিনিট সময়েই শেষ হয়ে যায় কুখ্যাত অপরাধী বিকাশের জীবন।


Koushik Dutta

সম্পর্কিত খবর