হতে চান মেয়ের আইডল! কন্যার সঙ্গেই NEET পরীক্ষায় পাশ ৫০ বছর বয়সী বাবার

বাংলাহান্ট ডেস্ক : সাফল্য অর্জনে বয়স যে কোনো বাধা নয়, ফের প্রমাণ করলেন ৫০ বছর বয়সী বাবা। একজন বাবা যে তাঁর সন্তানদের জন্য সবকিছু করতে প্রস্তুত তা প্রমাণ করে দিলেন বিকাশ মঙ্গোত্রা নামের এক ব্যক্তি। বর্তমানে তিনি দিল্লিতে কর্পোরেট সংস্থায় কর্মচারী হিসেবে কাজ করছেন। মেয়ের জন্য একজন ভাল শিক্ষক হয়ে উঠতে চেয়েছিলেন বিকাশবাবু।

এটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। জানা গিয়েছে, এবছর NEET UG ২০২৪ পরীক্ষা দেন এই বাবা কন্যা জুটি। যদিও বিকাশবাবুর কন্যার এটা প্রথমবারের পরীক্ষা হলেও পাস করেছেন দুজনেই। গ্রেটার নয়ডা কেন্দ্র থেকে বিকাশ এবং নয়ডা কেন্দ্র থেকে তাঁর ১৮ বছর বয়সী মেয়ে মীমাংসা NEET (National Eligibility Entrance Test) পরীক্ষা দেন। বিকাশ মঙ্গোত্রা আসলে জম্মুর বাসিন্দা।

   

আরোও পড়ুন : এবার ক্লাস টেন পাশ করলেই মিলবে চাকরি! কর্মী নিয়োগ সরকারি ব্যাঙ্কে, দেখুন আবেদন পদ্ধতি

বিকাশ মঙ্গোত্রা এই প্রসঙ্গে বলেন, “NEET একটি দারুন প্রতিযোগিতামূলক পরীক্ষা। আমার মেয়ে বলে যে, আমি খুব সহজ পদ্ধতিতে পড়াই আর সে আমার কাছে পড়তে খুবই ভালোবাসে। একবার একটি প্রশ্নে ওর অসুবিধা হওয়ায় আমি ওকে সাহায্য করেছিলাম। আমি এখনো এই বয়সে সবটা মনে রেখেছি দেখে মেয়ে প্রায় অবাক হয়ে গিয়েছিল।”

আরোও পড়ুন : বঙ্গবাসীর জন্য বড় খবর! বাংলায় চালু হচ্ছে আরও একটি নতুন রেললাইন, কোথায় জানেন?

 তিনি জানান, “আমি ৯০ এর দশকের গোড়ার দিকে রাজ্য PMT-এর জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম এবং এমনকি একটি মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট নম্বর পেয়েছিলাম। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমাকে পরের বছর ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যেতে হয়েছিল”।

NEET examination scam

প্রসঙ্গত উল্লেখ্য, তিনি ২০২২ সালেও NEET পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। শুধু NEET নয় , বিকাশ মঙ্গোত্রা প্রায় দুই দশক আগে GATE, JKCET এবং UPSC CSE এর মতো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতেও বসেছিলেন। তবে এবছর ২০২৪ সালে নিট পরীক্ষা দিলেন নিজের মেয়েকে অনুপ্রাণিত করতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর