‘মিথ‍্যা ধরা পড়বেই’, AIIMS চিকিৎসক সুধীর গুপ্তার বিরুদ্ধে ফুঁসে উঠলেন আইনজীবী বিকাশ সিং

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) খুন হননি, তিনি আত্মহত‍্যাই করেছেন। প্রয়াত অভিনেতার ফরেন্সিক রিপোর্ট পরীক্ষা করে এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন AIIMS এর চিকিৎসক দলের প্রধান সুধীর গুপ্তা (sudhir gupta)। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং (vikash singh)। তাঁর বক্তব‍্য, সুধীর গুপ্তার সঙ্গে ফোনে হওয়া কথোপকথন রেকর্ড না করার জন‍্য আফশোস করছেন তিনি এখন।

কিছুদিন আগেই AIIMS এর ছয় চিকিৎসকের দল জানিয়ে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) ভিসেরা পরীক্ষা করে তাঁর শরীরে কোনো রকম বিষ বা ড্রাগের চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসক সুধীর গুপ্তার বক্তব‍্য, খুন নয়, আত্মহত‍্যাই করেছেন সুশান্ত। গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার ফলে শ্বাসরোধ হয়ে মৃত‍্যু হয়েছে তাঁর। গলায় ফাঁসের চিহ্ন ছাড়া আর কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি তাঁর শরীরে।

sushant singh rajput1 1597815475
এবার অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ গুপ্তা সরব হয়েছে বিষয়টি নিয়ে। এক সংবাদ মাধ‍্যমকে তিনি জানিয়েছেন, সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরে সুধীর গুপ্তা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। আইনজীবীর কথায়, “উনি আমাকে ফোন করে বললেন, আমি কোনো রকম সাহায‍্য আগ্রহী নই, আমি শুধু সত‍্যিটা জানতে চাই। তখন আমি তাঁকে সুশান্তের দিদি মীতুর তোলা সেদিনকার কিছু ছবি দেখাই।”

তিনি আরো বলেন, “ছবি দেখাতেই উনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, শ্বাসরোধ হয়েই মৃত‍্যু হয়েছে। এরপর আমরা এই বিষয়ে কিছুক্ষণ ফোনে কথা বলি। এখন আমার আফশোস হচ্ছে কেন আমি সেদিন কথোপকথন রেকর্ড করলাম না। আমি সাধারণত এমনটা করি না। কিন্তু এখন মনে হচ্ছে করা উচিত ছিল। তবে আমি নিশ্চিত আরো পরীক্ষা নিরীক্ষা করা হলে ওই চিকিৎসকের মিথ‍্যা ঠিক ধরা পড়বে।”

প্রসঙ্গত, এর মাঝে ভাইরাল হয়েছে এক বিষ্ফোরক অডিও ক্লিপ। সেখানে চিকিৎসক সুধীর গুপ্তাকে বলতে শোনা যাচ্ছে, “খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে”। এক বেসরকারি সংবাদ মাধ‍্যমের তরফে এমন চাঞ্চ‍ল‍্যকর দাবি করা হয়েছে। ওই সংবাদ মাধ‍্যমের দাবি, তাদের কাছে একটি অডিও ক্লিপ রয়েছে যেখানে AIIMS চিকিৎসক সুধীর গুপ্তাকে বলতে শোনা যাচ্ছে, এটা আত্মহত‍্যা নয়। সুশান্তকে খুন করা হয়েছিল। এরপরেই আবারো ফরেন্সিক তদন্তের দাবি জানিয়েছে প্রয়াত অভিনেতার পরিবার।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর