বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত হলেন দেশের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী (Businessperson) টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারম্যান বিক্রম কির্লোস্কর (Vikram Kirloskar)। ২৯ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
টয়োটা মোটরস ইন্ডিয়া তরফে মৃত্যুর খবরটি প্রকাশ করা হয় । জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিঁনি। টয়োটা কোম্পানির তরফ থেকে ট্যুইট করে জানানো হয়, “২৯ নভেম্বর টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারম্যান বিক্রম এস কির্লোস্করের অকাল মৃত্যুতে অত্যন্ত দুঃখিত আমরা। শোকের এই সময়ে আমরা সকলকে তাঁর আত্মার শান্তিতে প্রার্থনা করার জন্য অনুরোধ করছি। আমরা তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। ৩০ নভেম্বর দুপুর ১টায় বেঙ্গালুরুর হেব্বাল শ্মশানে শেষ শ্রদ্ধা জানানো যেতে পারে”।
Deeply saddened by the untimely demise of Shri Vikram Kirloskar, Vice-Chairperson, Toyota Kirloskar Motor.
A doyen of the automotive industry, he pioneered its transformation with his leadership. In this hour of grief, I extend my heartfelt condolences to his family & friends🙏 pic.twitter.com/NDgFZMDmrI
— Piyush Goyal (@PiyushGoyal) November 30, 2022
প্রসঙ্গত, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক করেছিলেন তিঁনি। পাশাপাশি বিগত কয়েক বছর ধরে CII, SIAM এবং ARAI-তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন তিনি। জানা গিয়েছে, কির্লোস্কর গ্রুপের চতুর্থ প্রজন্মের প্রধান ছিলেন বিক্রম কির্লোস্কর। তিনি কির্লোস্কর সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। এছাড়াও তিনি কির্লোস্কার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁর স্ত্রীর গীতাঞ্জলি কির্লোস্কর এবং কন্যা মানসী কির্লোস্কর।
কিছুদিন আগেই মুম্বইতে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে। গত ২৫ নভেম্বরের নতুন জেনারেশনের টয়োটা ইনোভা হাইক্রস-এর unveil event- এও উপস্থিত ছিলেন তিনি।
তাঁর প্রয়াণে কর্ণাটকের মুখ্যমন্ত্রী শোকজ্ঞাপন করে ট্যুইটে লিখেছেন, ‘ভারতের স্বয়ংচালিত শিল্পের অন্যতম প্রধান, টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস চেয়ারপার্সন শ্রী বিক্রম কির্লোস্করের অকাল মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর পরিবার এবং বন্ধুদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন’। তাঁর অকাল প্রয়ানে শোকাহত গোটা দেশ।