কাকপক্ষীও টের পেল না! প্রেম দিবসেই বাগদত্তা শীতলের সঙ্গে বিয়ে সারলেন বিক্রান্ত

বাংলাহান্ট ডেস্ক: প্রেমে ভাসছে বলিউড। ভ‍্যালেন্টাইনস ডের দিনেই বিয়ে সেরে নিলেন অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey)। দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুরের গলাতেই মালা দিলেন তিনি। একেবারেই লুকিয়ে চুরিয়ে দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন বিক্রান্ত ও শীতল।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ভারসোভায় নিজেদের বাড়িতেই আইনি বিয়ে সেরেছেন বিক্রান্ত ও শীতল। অনেকদিন ধরে পরিকল্পনার কোনো ব‍্যাপারই ছিল না। মাত্র কিছুদিন আগেই বিয়ের জন‍্য এই তারিখ তাঁরা ঠিক করেন বলে খবর। বর কনের পরিবার ও কিছু ঘনিষ্ঠ জনের উপস্থিতিতে নিজেদের সম্পর্কটাকে আইনি স্বীকৃতি দেন বিক্রান্ত শীতল।

89573940
গত ২০১৯ সালেই জুনেই শীতলের সঙ্গে নিজের সম্পর্কটাকে প্রকাশ‍্যে এনেছিলেন অভিনেতা। বিক্রান্ত স্বীকার করেছিলেন যে শীতলের সঙ্গেই বাগদান সেরেছেন তিনি। পরবর্তীকালে ২০২০ তে একটি মিষ্টি ছবি শেয়ার করে প্রেমিকার জন‍্য আদুরে বার্তা দিয়েছিলেন তিনি। বিয়ে সারলেও বিষয়টা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করেননি বিক্রান্ত।

সম্প্রতি নিজেদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন বিক্রান্ত ও শীতল। আগামীতে জি ফাইভের ‘লভ হস্টেল’ এর মুক্তির জন‍্য অপেক্ষা করছেন অভিনেতা। অনার কিলিংয়ের জন‍্য তৈরি হয়েছে এই থ্রিলার ছবি। বিক্রান্ত ছাড়াও ছবিতে রয়েছেন সানয়া মালহোত্রা ও ববি দেওল। এছাড়াও ব্ল‍্যাকআউট, মুম্বইকার, গ‍্যাসলাইট ছবিতেও দেখা যাবে বিক্রান্তকে।

প্রসঙ্গত, বলিউডের অন‍্যতম দক্ষ একজন অভিনেতা বিক্রান্ত মাসে। একাধিক ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় প্রতিভা দেখিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। গত বছর ‘হাসিন দিলরুবা’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তাপসী পন্নু।

Niranjana Nag

সম্পর্কিত খবর