প্রাক্তন স্ত্রী’র বিয়ে আটকাতে নগ্ন ভিডিও ভাইরাল করল স্বামী, তারপর যা হল… চমকে উঠবেন

Published on:

Published on:

Viral after divorce a wicked husband tried to stop his ex-wife from getting married

বাংলা হান্ট ডেস্ক: প্রাক্তন স্ত্রীর বিয়ে আটকাতে নগ্ন ভিডিও ভাইরাল (Viral) করলেন সমাজ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে বাংলা দেশে। সূত্রের খবর শুক্রবার রাতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মদন থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মহিলার ভাই। এই ঘটনা জানাজানি হতে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

প্রাক্তন স্ত্রী নগ্ন ভিডিও ভাইরাল করলেন স্বামী (Viral)

বাংলাদেশের এক ব্যক্তি তার প্রাক্তন স্ত্রীর নগ্ন ভিডিও (Video) সমাজ মাধ্যমে (Soccial Media) ছড়িয়ে দিয়েছেন। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম সানজিন মীর। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, সানজিল মীর বাংলাদেশের (Bangladesh) নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাবুল মীরের ছেলে। অভিযোগকারী ওই মহিলা একই উপজেলার বাসিন্দা। সূত্রের খবর, ভুক্তভোগী ওই মহিলা বাংলাদেশের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই সময়ে পরিচয় হয় সানজিন মীর সঙ্গে। এরপরই তাদের মধ্যে প্রেমালাপ হয়।

Viral after divorce a wicked husband tried to stop his ex-wife from getting married

আরও পড়ুন: পেটের সমস্যা বা রক্তাল্পতার জন্য খেতে হবে না কারি কারি ওষুধ, এই শাক খেলে পাবেন অনেক রোগ থেকে মুক্তি…

এর কিছুদিন পর, অভিযুক্ত ওই মহিলার স্নানের গোপন ভিডিও করেন। পরে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পাশাপাশি তার সঙ্গে সম্পর্কে আসার ও হুমকি দিতে থাকেন। এরপর চলতি বছরের এপ্রিল মাসে চট্টগ্রাম আদালতে বিয়ে করেন তারা।

বিয়ের পরও একাধিক বার আপত্তিকর মোবাইলে ভিডিও করেন সানজিল। পাশাপাশি ওই মহিলার ওপর যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। এরপর ওই মহিলা গত ২১ জুলাই ডিভোর্স দেন সানজিলকে। এই ডিভোর্স পাওয়ার পর সানজিল ওই ভিডিও সমাজ মাধ্যমে ছেড়ে দেন। যা বর্তমানে ভাইরাল। পাশাপাশি এই ঘটনার প্রসঙ্গে বাংলাদেশের (Bangladesh) মদন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন।