‘হিন্দুরা পৃথিবীর আবর্জনা, এদের ধর্ষণ করা উচিৎ” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিতর্কিত অডিও ক্লিপ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে সোশ্যাল মিডিয়া আছে বলেই, বহু কিছু ভাইরাল হয় এই প্ল্যাটফর্মে। কখনও সেই ভাইরাল বিষয়বস্তুগুলো আমাদের ভালো কিছু শিক্ষা দিয়ে যায়। আবার কখনও সেগুলো এমন বিতর্কিত থাকে যে, তা নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। এমনই এক অডিও এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা ভারতের সম্প্রীতি নষ্ট করার জন্য আগুনের ফুলকি হিসেবে কাজ করতে পারে।

Eleven Bheem নামের এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে এই অডিওটি পোস্ট করেছেন। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘একেবারে অসুস্থ!! দেখুন হিন্দুদের প্রতি এই লোকদের কতটা ঘৃণা। এরা হলেন শবনম ও তার বন্ধু নাদিম।”

এরপর সেই অডিও ক্লিপটি চালানো হলে শুনতে পারা যাবে যে, নদিম নামের ব্যক্তিটি হিন্দু আর হিন্দুধর্মের প্রতি বিষ উগরে চলেছে। আর সবথেকে অবাক করা বিষয় হল, অপর প্রান্তে থাকা শবনম নামের মহিলা সেগুলো শুনে নিজের হাসি পর্যন্ত আটকাতে পারছেন না। তিনি বলছেন, এসব শুনে তাঁর হাসি থামছে না। বলে দিই, এই ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

ভাইরাল অডিও ক্লিপে শবনমকে নদিম বলছেন, ‘হিন্দুদের ধর্ষণ করা উচিৎ। ওদের চিহ্নিত করে মেরে ফেলে দরকার। নদিম আরও বলেন, ‘আমি নিজের চোখে তিনজন হিন্দুর খুন দেখেছি। ওঁরা আমাদের এলাকায় মারা যায়।” নদিম আরও বলেন, এসব হিন্দু ধর্ম কিছুই না। এরা শুধু নিজেদের মধ্যে কল্পনা করে। এরা পৃথিবীর আবর্জনা।” পাশাপাশি নদিমকে এই ভাইরাল অডিও ক্লিপে গালিগালাজ করতেও শোনা যায়। আপনি নিজেই শুনে নিন সেই ভাইরাল অডিওটি …

X