বাংলাহান্ট ডেস্কঃ চলছে ফেব্রুয়ারি মাস। সারা বিশ্ব জুড়ে এই মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় প্রেমের সপ্তাহ। যার শেষ ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিনে। এবং শুরু রোজ ডে দিয়ে। এই এক সপ্তাহ জুড়ে চলে প্রেমের উদযাপন। প্রেমিক প্রেমিকাদের গোলাপ থেকে চকোলেট, সঙ্গে হরেক কিসিমের গিফটের দেওয়া নেওয়া।
কিন্তু এই বিশেষ সপ্তাহে কি করবে সিঙ্গেল রা? একাকীত্ব যাতে তাদের গ্রাস না করে সেই জন্য পরামর্শ দিচ্ছে গুগল। নামমাত্র ইন্টারনেট খরচ করে উদ্যাপন করতেই পারেন এই বিশেষ সপ্তাহ টিকে। হাতে সামান্যমাত্র সময় থাকলে শামিল হতে পারেন আপনিও।
প্রেম দিবসকে মাথায় রেখে গুগল ইন্ডিয়া প্রকাশ করেছে বেশ কয়েকটি মিম। সাথে পরামর্শ দিচ্ছে গান শোনারও। ইউটিউবে ‘দিল চাহতা হ্যায়’ ছবির ‘তানহাই’ গানটি শোনার পরামর্শ দিয়েছে তারা। একই সাথে গুগল ইন্ডিয়া শেয়ার করেছে মিম এর ও
Valentine’s Day
alentine’s Day
lentine’s Day
entine’s Day
ntine’s Day
tine’s Day
ine’s Day
ne’s Day
e’s Day
s Day
Day
ay
y @YouTubeIndia recommends: Tanhaaai— Google India (@GoogleIndia) February 5, 2020
সোশ্যাল মিডিয়ায় গুগলের এই পোস্ট পছন্দ হয়েছে নেটিজেনদের। গুগুলের এই পোস্টে গুগলের রসিকতার প্রসংসা না করে থাকতে পারছেন না তারা। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সামাজিক মাধ্যম টুইটারে। রিটুইটও হচ্ছে ঝড়ের গতিতে।
গুগলের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব সিঙ্গলদের জন্য ‘এফ’ লিখতে বলছে। তার পরেই দেখুন কী হয়-
Feeling Lucky
Feeling Luck
Feeling Luc
Feeling Lu
Feeling L
Feeling
Feelin
Feeli
Feel
Fee
Fe
FPress F for our single comrades https://t.co/GohMD0AGci
— YouTube India (@YouTubeIndia) February 5, 2020
সব মিলিয়ে এই প্রেম সপ্তাহে গুগলের এই পোস্টে মেতে আছে নেট দুনিয়া। গুগলের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। প্রেম হীন সিঙ্গেলদের জন্য বা সদ্য ব্রেক আপ হওয়া তরুন তরুনীর জন্য গুগলের এই ভাবনা সত্যি প্রসংসার দাবি রাখে।