বাংলাহান্ট ডেস্ক : ফের একবার যেন পুনরাবৃত্তি হল ইতিহাসের। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রশ্ন পত্র ফাঁস। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই বাতিল হল পরীক্ষার্থীর পরীক্ষা। প্রশ্নপত্রের ছবি তুলে সমাজ মাধ্যমে ভাইরাল করার অভিযোগ উঠল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়।
জানা গেছে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল পরীক্ষা কেন্দ্রে। সেই মোবাইল ফোনের সাহায্যে এই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তোলে। এই কান্ড পর্যবেক্ষকদের নজরে আসে। তারপর দ্রুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের কাছে এই ব্যাপারে জবাবদিহি চাওয়া হয়েছে।
আরোও পড়ুন : ঠিক যেন দেবদূত! চুপিচুপি মহান কাজ সারলেন সৌরভ, দাদার কীর্তি শুনে ধন্য ধন্য করবেন আপনিও
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। এর আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা মোবাইল ফোন ও স্মার্টওয়াচ নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয় ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সবাইকে।
আরোও পড়ুন : বাতিল আধার কার্ড! বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে ডিঅ্যাকটিভেশন চিঠি, চিন্তা বাড়ছে জামালপুরে
তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, সেটি সংসদের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। তবে, খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, যদি কোনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোবাইল ফোন বা স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাহলে তার সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে।
উচ্চ মাধ্যমিকের অন্যান্য পরীক্ষাও ওই পরীক্ষার্থী দিতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি-সহ ওই ধরনের সমস্ত ডিভাইস। চলতি বছর মাধ্যমিকেও একাধিক পরীক্ষা বাতিলের ঘটনা আমরা দেখতে পেয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেও মাধ্যমিকের সেই ঘটনার পুনরাবৃত্তি হল।