ছাগলকে ‘জাতীয় বোন’ হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, ভাইরাল হল সঞ্জয় সিং-এর পুরানো ট্যুইট

বাংলাহান্ট ডেস্কঃ রাজস্থানের হাইকোর্ট যখন গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার পরামর্শ দিয়েছিল, তখন সঞ্জয় সিং (sanjay singh) একটি পাল্টা মন্তব্য করেছিলেন। বেশ কয়েক বছর আগের এই ঘটনায়, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং তখন কটাক্ষ করে ছাগলকে ‘জাতীয় বোন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছিলেন।

তৎকালীন সময়ে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করে জানিয়েছিলেন, ‘মহাত্মা গান্ধী বলেছিলেন ছাগলের দুধ খুবই পুষ্টিকর, তাই এই প্রাণীকে ‘জাতীয় বোন’ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক’। AAP নেতার এই ট্যুইট সেই সময় ব্যাপকহারে ভাইরাল (viral) হয়েছিল।

প্রায় সাড়ে ৩ বছর আগে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং-র করা সেই পোস্ট বর্তমানে সময়ে আবারও স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়েছে। রাজীব কুমার শর্মা নামে এক ট্যুইটার ব্যবহারকারী সেই পুরোন পোস্টটিকে নিয়ে আবারও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘সঞ্জয় সিং কি ভাং পান করেন? ছাগলকে জাতীয় বোন বলছেন? আম আদমি পার্টির কাছে অনুরোধ দয়া করে ওনার চিকিৎসা করা আপনারা’।


Smita Hari

সম্পর্কিত খবর