দূর থেকে না ছুঁয়েই দুধ বিক্রি, বিক্রেতার উদ্ভাবনী শক্তি দেখে ধন্য ধন্য রব নেট পাড়ায়

বাংলাহান্ট ডেস্কঃ সংস্পর্শ থেকে ছড়িয়ে পড়ে মারাত্মক ভাইরাস করোনা। তাই সংস্পর্শ এড়াতে সোস্যাল ডিস্টেন্স মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু মাছ, সব্জি, দুধের মত নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে বেশীর ভাগ সময়ে মেনে চলা হয় না স্বাস্থ্য সুরক্ষা বিধি। এর ফলে ক্রেতা – বিক্রেতা দুতরফেই সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় কয়েকগুন। এই সম্ভাবনা কমাতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন এক দুধ বিক্রেতা৷ সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল।

pouring milk main uns 1280x720 1

বাইকের পিছন দিকে অনেকগুলি দুধের ট্যাঙ্ক বাঁধা রয়েছে। সেগুলির মাঝখান থেকে একটি ফানেল রেখেছেন তিনি। সেটি একটি পাইপের সঙ্গে সংযুক্ত। ওই ফানেলে দুধ ঢালছেন, পাইপের মাধ্যমে তা সোজা ক্রেতার বাটির মধ্যে গিয়ে পড়ছে। তার ফলে ক্রেতার সঙ্গে বিক্রেতার দূরত্ব রয়েছে বেশ খানিকটা। তার ফলে করোনা সংক্রমণের সময় সংস্পর্শে আসার প্রয়োজনীয়তাই প্রায় থাকছে না।

এই অভিনব ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অনিশ শরন নামের আই এ এস অফিসার লিখেছেন, ‘ “Necessity is the mother of invention.”
In India: जुगाड़ पहले से तैयार है. आप काम बताओ. #Social_Distancing ‘

সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার সাথে সাথেই হুহু করে ছড়িয়ে পড়েছে। নেট পাড়া তার উদ্ভাবনী শক্তির প্রশংসায় মুখর। কেউ কেউ বলছেন ভারতে সমস্যার আগেই ‘জুগাড়’ তৈরি থাকে।

সম্পর্কিত খবর