একটি বাইকেই ৩৭ টি চেয়ার, সামনে বসে স্ত্রী, ভাইরাল ব্যক্তির কাণ্ড দেহে হতবাক পুরো নেটদুনিয়া

বাংলাহান্ট ডেস্ক : সে জীবনে যে পরিস্থিতিই আসুক না কেন, তার থেকে বেরোনোর কিছু না কিছু উপায় ঠিক জোগাড় করর ফেলবেনই ভারতীয়রা। পৃথিবীর সে কোনও সমস্যার সঙ্গেই বোধহয় তাই মানিয়ে নিতে পারেন ‘জুগাড়ু’ ভারতবাসী। আর সম্প্রতি ভাইরাল হয়েছে সেইরকমই একটি ছবি। সেই ছবিতে এক ব্যক্তিকে একটি মোটর বাইকে ৩৭ টি চেয়ার এবং স্ত্রীকে একই সঙ্গে নিয়ে যেতে দেখা যাচ্ছে। আর এই ছবি সামনে আসতেই কার্যতই তাজ্জব দেশবাসী।

সম্প্রতি, এই ছবিটি নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন ভারতীয় শিল্পপিতি আনন্দ মাহিন্দ্রা। ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি মোটর বাইকের পিছনে ৩৭ খানা প্লাস্টিকের চেয়ার চাপিয়েছেন। সেখানেই শেষ নয়, বাইকটির বাকি জায়গা জুড়ে রয়েছে খান আষ্টেক মাদুরও। সেই মাদুরের উপরে বসে রয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। আর এহেন অবস্থাতেই বাইকটি চালিয়ে চলেছেন ওই ব্যক্তি। ছবিটি দেখে মনে হয় যে ওই ব্যক্তি দক্ষিণ ভারতের কোনও একটি রাজ্যের বাসিন্দা।

ছবিটির ক্যাপশনে আনন্দ মাহিন্দ্রা লেখেন, ‘এখন বুঝলেন তো কেন ভারত পৃথিবীর সবচেয়ে বেশি দুচাকার যান প্রস্তুত করে? আমরা জানি সবচেয়ে বেশি মালপত্রও কীভাবে দুচাকায় বহন করা যায়। আমরা এরকমই….’

একটি মাত্র বাইক, যেখানে নিয়ম মতন দুজনেরই বসা দস্তুর, সেখানে কীকরে এত জিনিসপত্র নিয়ে যাচ্ছেন তাঁরা এই প্রশ্নের উত্তর ভেবেই যাচ্ছেন সকলে। প্রায় ৩৭ টি চেয়ার, বেশ কয়েকটি মাদুর, সেই সঙ্গে স্ত্রী! ‘সাংসারিক’ এই ছবিটি দেখে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে যে বেশ মন কেড়েছে নেটিজেনদের তা বলাই বাহুল্য। একই সঙ্গে ওই ব্যক্তির অভিনব এই পন্থার প্রশংসার সঙ্গে সঙ্গে হাসিতামাশাতেও মজেছেন অনেকেই।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর