রেলের পরিত্যক্ত কামরা বদলে গেল প্রাইমারি স্কুলে, ভাইরাল ছবিতে প্রশংসার বন্যা

viral: শিক্ষা দেওয়ার উপযুক্ত জায়গা ছিল না স্কুলে তাই রেলের সহযোগিতায় দুটি পরিত্যক্ত রেল কামরা বদলে গেল স্কুলে। সামাজিক মাধ্যমে সম্প্রতি উঠে এসেছে এমনই ঘটনা। প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

সমাজকর্মী সোনাল কাপুর সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করতেই মুহূর্তে স্কুলের ছবিটি শেয়ার করেন। জানা যাচ্ছে, মাইসোরের অশোকপুরান প্রাইমারি স্কুলে লকডাউনের আগে থেকেই এই অভিনব ক্লাসরুম চালু হয়েছিল।

20201013 144233

জানা যাচ্ছে, ক্লাস নেওয়ার মতো উপযুক্ত ক্লাসরুম ছিল না ঐ প্রাথমিক স্কুলে। স্কুল কর্তৃপক্ষের হঠাৎই নজরে আসে ঐ পরিত্যক্ত কামরাদুটি। অনুরোধ যায় রেলের কাছে। মাইসোর সেন্ট্রাল ওয়ার্কশপের কর্মীরাই রং করে, আলো পাখা লাগিয়ে কামরা দুটিকে বদলে দেন ক্লাসরুমে। পড়ুয়াদের জন্য বানানো হয় ভালো শৌচাগারও।

ক্লাস রুমের এই ভোল বদলে বদলে গিয়েছিল স্কুলের উপস্থিতিও। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় এই স্কুলের ছবিগুলি। নেটজনতা ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও রেলকে।

 

 

 

সম্পর্কিত খবর