বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারনে ইতিমধ্যে স্তব্ধ গোটা বিশ্ব। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সোস্যাল ডিস্টেন্স মেনে চলা ছাড়া আর কোনো উপায় এই মুহুর্তে নেই। কিন্তু কজনই বা সেই নিয়মের তোয়াক্কা করছেন৷ সংবাদমাধ্যমে প্রতিদিনই উঠে আসছে বিশ্বের নানা প্রান্তের নিয়ম ভাঙার ছবি। পৃথিবীর সব চেয়ে বুদ্ধিমান প্রানীরা যখন এতখানি অসচেতন তখন সচেতনতার পাঠ পড়াচ্ছে মনুষ্যেতর প্রানীরা। আর অন্যান্য প্রানীদের সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল(viral)।
নেটিজেনরা সামাজিক দূরত্ব বজায় রাখা প্রাণী এবং পাখির ছবি এবং ভিডিও ভাগ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়ে গেছে। একে অপরের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখে কুকুর, বিড়াল এবং পাখির মজার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এক নজরে দেখে নিন সেই সব ভিডিও
When animals are following social distancing so why we are not following 🙏 It's my humble request that stay home and stay save keep following social distancing then only We fight against the coronavirus 🙏🙏🙏🙏 pic.twitter.com/I4MMr1BQru
— Mehak Mishra (@MehakMishra7) April 18, 2020
https://twitter.com/ashokrajput79/status/1250254894071611392?s=19
https://twitter.com/OnlyAffaq/status/1251140125561466881?s=19
Social distancing has the animals separated too! pic.twitter.com/hqR5BBTfCh
— Nataylia C. Ketchum (@onemogul1) April 19, 2020
Our animals in Walkabout Creek were out practicing their social distancing! We hope you are too! #BringingTheZooToYou #ClosedButStillCaring pic.twitter.com/3RtUq7y3Xd
— Racine Zoo (@RacineZoo) April 19, 2020
https://twitter.com/JohnnyBlackUK/status/1251911909294694401?s=19
https://twitter.com/iimistry/status/1251872000878002176?s=19
Social distancing during a Vulture Re-Union event! #colors #beauty #nature #birds #birdphotography #birding #bird #wildlife #wildlifephotography #animals #travel #travelphotography #landscape #naturephotography #canon #vulture #southafrica #za #kruger #covid19 #socialdistancing pic.twitter.com/SgrcAyaE7B
— Dipten Putatunda (@diptensworld) April 19, 2020
প্রসঙ্গত, সমগ্র বিশ্বে এই মুহুর্তে ব্যাপকহারে বেড়েই চলেছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে এখনও অবধি সংক্রমণের হার অনেক কম। বিগত কয়েকদিনে এই সংক্রমণের হার আরও কমে গিয়েছে বলে জানিয়েছে সরকার।
লকডাউনের মধ্যেও ভারতে (India) বেড়েই চলেছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। এখনও অবধি আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ৫২১। এর মধ্যে আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রালয় থেকে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। তবে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কি হবে, তা আগামী ৫-৭ দিনের মধ্যেই নির্ভর করেছে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIMS) -এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া।