আমেরিকার হুমকির পর, জার্মানির ১৪৯ বিলিয়ন ইউরোর ক্ষতিপূরণের দাবি! চরম বিপাকে চিন

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মহামারী স্বাস্থ সঙ্কটের সাথে সাথে বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। আরেকদিকে, বিশ্বের সব দেশই এই ভাইরাসের পিছনে চিনের (China) ষড়যন্ত্র দেখছে। আমেরিকা (America) সরাসরি হুমকি দিয়ে দিয়েছে আর এবার জার্মানি (Germany) চিনের (China) কাছে বড়সড় ক্ষতিপূরণের দাবি করেছে। করোনা ভাইরাসের জনক চিনের পিছনে এবার গোটা বিশ্ব হাত ধুয়ে পড়েছে।

corona virus 6

আমেরিকা ছাড়াও অনেক ইউরোপীয় দেশের মতই জার্মানিও (Germany) চিনকে করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ি মানছে। জার্মানিতে এখনো পর্যন্ত প্রায় দেড় লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, আর সেখানে ৪ হাজার ৫০০ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। করোনা প্রভাবিত দেশে আমেরিকা, ইতালি, স্পেন আর ফ্রান্সের পর জার্মানি পঞ্চম স্থানে আছে। জার্মানিতেও করোনা অনেক ক্ষতি করেছে। এই মহামারীর কারণে ক্ষোভে থাকা জার্মানি এবার চিনকে হিসেব পরিস্কার করার কথা জানিয়েছে।

করোনাভাইরাসের কারণে হওয়া লোকসানের ক্ষতিপূরণের জন্য জার্মানি চিনকে ১৪৯ বিলিয়ন ইউরোর বিল পাঠিয়েছে। এর মধ্যে ২৭ বিলিয়ন ইউরো ট্যুরিজম ক্ষতি, ৭.২ বিলিয়ন ইউরো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি, জার্মান এয়ারলাইন্স আর ক্ষুদ্র ব্যবসার ক্ষতির জন্য ৫০ বিলিয়ন ইউরো, এবং অন্যান্য  বিল পাঠানো হয়েছে।

এরমানে এই যে, জার্মানি করোনা ভাইরাসের কারণে হওয়া ক্ষতির সম্পূর্ণ বিল চিনকে পাঠিয়ে দিয়েছে। একদিকে জার্মানি বিল পাঠাচ্ছে, আরেকদিকে আমেরিকা তদন্তের জন্য টিম পাঠাচ্ছে। রবিবার হোয়াইট হাউসে প্রেস কনফারেন্স করার সমউ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেম উহান থেকে করোনার শুরু হয়েছে আর আমরা চিনের কাজে খুশি নই। ট্রাম্প বলেছেন, আমেরিকা এখন তদন্ত করছে যে, এই মারক ভাইরাস চিনের ল্যাবেই তৈরি হয়েছে নাকি। যদি এটা চিনের কারণে হয়, তাহলে চিনকে ভুগতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর