বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাসের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি। দিনে দিনে রেকর্ড হারে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতি দেশের সর্বত্র থেকে উঠে আসছে অপর্যাপ্ত অক্সিজেন এবং হাসপাতালে শয্যার অভাবের খবর। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) দৃপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, সেরাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। এমনকি তিনি এও হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যদি কেউ গুজব রটায় তাহলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
এহেন দাবির পরপরই করোনা প্রবন বাকি রাজ্যগুলির মতো সংবাদের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। সামাজিক মাধ্যমে দুটি ছবি ভাইরাল (Viral) হচ্ছে। যেগুলি উত্তরপ্রদেশেরই ঘটনা বলে দাবি করা হয়েছে। এর ফলে যোগী আদিত্যনাথের দৃপ্ত কণ্ঠে ঘোষণা এখন সন্দেহ চিহ্নের মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে, যাতে দেখা যাচ্ছে লাল সেডানের ছাদে সাদা চাদরে মোড়া একটি দেহ। যেটি আগ্রার মোহিত নামে এক ব্যক্তির বাবার মৃতদেহ বলে জানা যাচ্ছে।
Heart breaking:
Wife trying to give Oxygen through her mouth to her #COVID Postive husband while taking him to hospital in an Auto, in Agra, Uttar Pradesh.
Poor woman's efforts could not save her Husband. He died.#indianeedoxygen #PrayForIndia pic.twitter.com/Hyswj4ht2X— احمد🎭 (@_AHMEDSAYS_) April 26, 2021
ওই ব্যক্তির বাবা কিছুদিন আগে করোনা (Corona) আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মিলল না কোনও শববাহী গাড়ি। ফলস্বরূপ নিজের গাড়ির ছাদেই বাবার মৃত দেহকে বেঁধে শ্মশানে নিয়ে গেলেন ছেলে। অপর আর একটি ছবিতে দেখা যাচ্ছে, অটোর মধ্যে কোনও মতে শুয়ে আছেন এক ব্যক্তি। আর তাঁর মুখে মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন স্ত্রী। জানা যাচ্ছে, ওই ব্যক্তির শ্বাস কষ্ট শুরু হয়েছিল। কিন্তু কোথাও মিলছিল না কোনও অক্সিজেন। ফলস্বরূপ নিজের স্বামীকে বাঁচাতে মুখ দিয়েই কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে থাকেন স্ত্রী। যেটিও উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা বলে দাবি করা হয়। তবে জানা গিয়েছে ওই ব্যক্তিটি পরে মারা যান।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেরাজ্যে পর্যাপ্ত অক্সিজেনের মজুত থাকার দাবির পরপরই সেখানে শুরু হয়েছে করোনা পরিস্থিতি নিয়ে জোর রাজনৈতিক চাপানউতোর। সমাজবাদী পার্টির নেতা রামগোপাল বাঘেল, গোটা পরিস্থিতির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।