খারাপ রাস্তার গর্ত বুজিয়েই মনের ক্ষতে প্রলেপ দেন ইনি, ভাইরাল মহামানবকে কুর্ণিশ নেটপাড়ার

বাংলাহান্ট ডেস্কঃ পুত্রশোক যে কোনো মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। অনেকেই হারিয়ে ফেলেন মানসিক স্থিরতা। কিন্তু পুত্রশোকে দাদারাও বিলহোরে যা করে চলেছেন তাতে তাকে কুর্ণিশ জানাতেই হয়৷ ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের (vvs laxman) টুইটে নতুন করে ভাইরাল (viral) হলেন তিনি।

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। কিন্তু আর পাঁচটা ভাইরাল মানুষের থেকে বিলহোরে ব্যাতিক্রমী। তিনি নিজের প্রচার চান না, শুধু যে কারনে তার ছেলেকে হারাতে হয়েছিল সেই কারনটাকে দেশ থেকে নির্মূল করে দিতে চান।

images 2020 06 20T164116.613

২০১৫ সালে এক দুর্ঘটনায় প্রাণ হারায় দাদারাও বিলহোরের ১৬ বছরের ছেলে। দুর্ঘটনার কারন ছিল রাস্তায় গর্ত। তারপর থেকেই আর কেউ যেন সেই বিপদে না পড়েন তার জন্য নিজের সমস্তটুকু লড়িয়ে দিয়েছেন এই পুত্রহীন পিতা৷

মুম্বাই সহ গোটা দেশ এই মহামানবকে চেনেন আগে থেকেই। যখন প্রশাসন ঘুমিয়ে থাকে, তখন রাস্তা সারিয়ে দেন এই বিলহোরে। আগেও বহু মানুষ এই মহান কাজটির কথা প্রচার করেছেন। এবার নতুন করে তাকে মনে করিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ‘ভেরি ভেরি স্পেশাল ‘ ভিভিএস লক্ষ্মণ। বিলহোরের ছবি টুইট করে তিনি লিখেছেন, দাদারাও বিলহোরের এই কাজের প্রসংসার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।

https://twitter.com/VVSLaxman281/status/1273819386759901184?s=20

তবে নেটপাড়ার জনতা ইতিমধ্যেই ফের একবার দাদারাও এর প্রশংসায় পঞ্চমুখ। পাশাপাশি আঙুল তুলেছেন মুম্বাইয়ের কর্পোরেশন এর দিকেও। তাদের বক্তব্য কর্পোরেশন সঠিকভাবে কাজ করলে দাদারাওকে পথে নেমে এই কাজ করতে হত না।

 


সম্পর্কিত খবর