শিকার করতে গিয়ে একপাল হরিণের মুখে বাঘ, তারপরই লেজেগোবরে দশা হিংস্র প্রাণীটির, ভাইরাল ভিডিয়ো দেখে অবাক হবেন

Published on:

Published on:

Viral tiger jumps on deer video of him falling into dung goes video
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাঘ শিকার করে হরিণকে। এ কথা আমরা সকলেই জানি। কিন্তু চোখের সামনে এক পাল হরিণ দেখেও স্বীকার করতে পারলেন না বাঘ। আর এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে সমাজ মাধ্যমে। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হরিণ শিকার করতে গিয়ে লেজে গোবরে অবস্থা হল বাঘ মামার। ঘটনাটি ঘটেছে পান্না জাতীয় উদ্যানে।

হরিণ দেখেই ভ্যাবাচ্যাকা খেলে বাঘ, লেজেগোবরে পড়ার দৃশ্য ভাইরাল (Viral)

ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা গিয়েছে, একটি বনভূমিতে ওত পেতে বসেছিলেন এক হিংস্র বাঘ। আর সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল একপাল হরিণ। হরিণদের ছুটে আসতে দেখে যথারীতি সতর্ক হয়ে যায় বাঘটি। তবে অন্যদিকে বাঘের উপস্থিতি আগের থেকে টের পাইনি হরিণগুলো। ঝোপের বাইরে বাঘ দেখে যথারীতি হক চকিয়ে ওঠে সেই প্রাণীগুলি।

 Viral tiger jumps on deer video of him falling into dung goes video

আরও পড়ুন: রান্নায় তেল অতিরিক্ত হয়ে গেছে? ঘরোয়া সহজ টোটকায় দূর হবে ঝামেলা

প্রাণপণে দৌড়াতে শুরু করেন হরিণের পাল। লাফ দিয়ে তাদের ধাওয়া করে, সেই বাঘটি। কিন্তু তাতেও লাভ হয়নি। কাকে ছেড়ে কাকে ধরবে সেই চিন্তায় ছিলেন বাঘ। আর তার মধ্যে নাগালের বাইরে চলে যায় হরিণগুলি। যার ফলে বেজার মুখ নিয়ে অন্যদিকে চলে যায় হিংস্র বাঘটি‌। যদিও সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। [তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।]

 

View this post on Instagram

 

A post shared by Shon YS (@wildlensby_shon)

ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করা হয়েছে, ওয়াইল্ডলেন্সবাই_শন নামের এক্স হ্যান্ডেল থেকে। যেই ভিডিওটি ইতিমধ্যে বহু মানুষ দেখে ফেলেছেন। পাশাপাশি সেই ভিডিওতে মজার লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এছাড়াও এই ভিডিওটি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

এমনকি এক নেটিজেন ভিডিওটি দেখার পর লিখেছেন, বাঘ নামে কলঙ্ক! এতগুলো হরিণ সামনে দেখেও একটিও শিকার করা গেল না। তবে ভাইরাল হওয়া (Viral) অনেকেই এই ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশও করেছেন।