ভাইরাল টিকটক ভিডিও : বরপক্ষকে চমকে দিয়ে নাচতে নাচতে মন্ডপে প্রবেশ করলো কনে !

Published On:

বাংলাহান্ট ডেস্ক:  বিয়ের কনে মানেই তাকে হতে হবে লজ্জাবতী, ঘোমটার আড়ালে হালকা হাসি, অবনত চোখ দিয়েই বরের মন জয় করে নেবে। এই ধারনার সঙ্গে মেলে এমন বহু বিয়েই দেখেছি সবাই। বাদ ছিল না তারকারাও। আগেকার দিনে বিয়ের কনে মন্ডপে নাচছে, গাইছে এ দৃশ্য কল্পনা করাও অসম্ভব ছিল। কিন্তু এখন যুগ পাল্টেছে। পাল্টেছে সময়। বরেরা এখন অনেক আধুনিক। জীবন সঙ্গিনীর চোখে নিজের দামটা আরও একটু বাড়ানোর জন্য বিয়ের আসরেই তারা নিয়ে চলে আসে গিটার বা ক্যামেরা। গান বাজনা, ছবি তোলার সঙ্গে সঙ্গে মনের মানুষের আরও একটু কাছাকাছিও আসা হয় আবার গুরুগম্ভীর পরিবেশটাও একটু লঘু হয়।

তবে এখন কনেরাও পিছিয়ে নেই। হবু বরকে চমকে দিতে কোনও কসুরই বাকি রাখছে না তারা। তা সে বিয়ের মন্ডপে জমিয়ে নাচই হোক না কেন। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নাচতে নাচতে বিয়ের মন্ডপে প্রবেশ করছে কনে।

টিকটক ভিডিওটি দক্ষিণ ভারতের কেরলের কন্নুড়ের। জনপ্রিয় গান ‘মালাইয়ুরু’র সুরে নাচতে নাচতে মন্ডপে প্রবেশ করলেন বিয়ের কনে অঞ্জলি। সঙ্গে পরিবারের আরও কয়েকজন মহিলা সদস্য। বিয়ের শাড়ি, অলঙ্কার, খোপায় ফুল, সব মিলিয়ে অসাধারন দেখাচ্ছিল অঞ্জলিকে। সেই শাড়ি পরেই বেশ সাবলীল ভাবে নাচলেন তিনি। সমস্যা হল না একটুও। তাঁর এই নাচ দেখে মুগ্ধ বরপক্ষ সহ উপস্থিত অতিথিরা। তারাও যে কনের নাচ বেশ উপভোগ করছেন তা তাদের মুখ দেখেই বোঝা স্পষ্ট।

এই ভিডিও শেয়ার করেছেন একজন টুইটার ব্যবহারকারী। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। অঞ্জলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

X