বাংলা হান্ট ডেস্ক: জঙ্গলের মধ্যে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে একটি ইম্পালা। কিন্তু, কিছুক্ষন পরেই যে চিতাবাঘের (Leopard) শিকারে পরিণত হবে তা বুঝতে পারেনি কেউ। দূর থেকেই নিজের শিকারের লক্ষ্য রেখেছিল চিতাবাঘটি। অদ্ভুত ব্যাপার, বাঘটি কিন্তু ছুটে যাইনি নিজের লক্ষের দিকে। বরং দূরে দাঁড়িয়ে শিকারের গতিপ্রকৃতি লক্ষ্য করছিল বাঘটি। আর সেই মুহূর্তের একটি ভিডিও বর্তমানে ভাইরাল (Video Viral) সমাজ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গলের ধারে পাকা রাস্তায় দাঁড়িয়ে পিছনের দু’পায়ে ভর দিয়ে একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল শিকারি। (ভিডিও-টির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
That leopard is looking at his food by standing on two legs. Leopards are one of the most versatile creatures on earth. From Kruger. pic.twitter.com/tNG74rt9R8
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 12, 2025
পিছনের পায়ে ভর দিয়ে অবিকল মানুষের মতো দাঁড়িয়ে পড়ল চিতাবাঘ, ভিডিও ভাইরাল (Viral Video)
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার (South Africa) এমপুমালাঙ্গায় বিখ্যাত ক্রুগার জাতীয় উদ্যানের একটি মজাদার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি চিতাবাঘকে পিছনের দুই পায়ে ভর দিয়ে ঠিক মানুষের মতোই উঠে দাঁড়াতে দেখা গিয়েছে। অভিনব সেই দৃশ্য অবাক ও মুগ্ধ করেছে বন্যপ্রাণীপ্রেমীদের।
পাশাপাশি পরবীন কাসওয়ান নামের এক আইএফএস আধিকারিক তাঁর অ্যাকাউন্ট থেকে এক্স (Twitter) হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, জঙ্গলের ধার দিয়ে পাকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে একটি চিতাবাঘ। জঙ্গলের ভিতর একটি ইম্পালা ঘোরাফেরা করছে। শিকারের জন্য ইম্পালার দিকে নজর পড়েছে চিতাবাঘের (Leopard)।
ইম্পালাটিকে স্বীকার করার আগে ভালোভাবে ছক কষে নিতে চাইছেন সে। তাই রাস্তার ধারে পিছনে দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে রয়েছে চিতা বাঘটি। প্রসঙ্গত, এই চিতাবাঘটির দাঁড়ানো অবিকল মানুষের মত।এই ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি বহু নেটিজেন অবাক হয়েছে বাঘটির দাঁড়ানো দেখে। এমনকি, এক নেটিজেন লিখেছেন, ‘‘কী সুন্দর দু’পায়ে ভর দিয়ে সোজা দাঁড়িয়ে রয়েছে চিতাবাঘটি। দেখতেও ভাল লাগছে।’’