viral video: মাথায় বাইক নিয়ে তড়তড়িয়ে উঠছেন বাসের সিঁড়ি বেয়ে! ঠিক যেন সেলুলয়েডের বাহুবলি

বাংলাহান্ট ডেস্কঃ হাতে স্মার্ট ফোন থাকার দৌলতে মানুষ ইন্টারনেটের মাধ্যমে কত না ভাইরাল ভিডিও (viral video) দেখতে পায় ঘরে বসেই। কখনও তা দেখে হেসেই গড়িয়ে পড়ে, আবার কখনও কোন ভিডিও দেখে অঝোরে চোখ থেকে ঝড়ে পড়ে অশ্রু ধারা। আবার কখনও এমন কোন ভিডিও দেখে, যা দেখে কুর্নিশ জানায় নেটিজনরা। সম্প্রতি নেটদুনিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে কুর্নিশ জানাল নেটপাড়ার বাসিন্দারা।

কম বেশি আমরা সকলেই ‘বাহুবলি’ সিনেমাটা দেখেছি। সেই ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের দারুণ সব দক্ষতার ভিডিও দেখতে পাই আমরা। কখনও সে বড় শিবলিঙ্গ কাঁধে করে নিয়ে যাচ্ছে, তো আবার কখনও যুদ্ধের মাঠে শত্রুপক্ষকে এক ঘায়ে কুপোকাত করে দিচ্ছে। কিন্তু সেসব যে গ্রাফিক্স দ্বারা নির্মিত, তা আমাদের সকলেরই জানা। কিন্তু বাস্তবে রিল লাইফের বাহুবলির মত রিয়েল লাইফের বাহুবলির দেখা মিলল নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখাঁ যায়, এক ব্যক্তি মাথায় করে একটি বাইক নিয়ে বাসের সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। অবলীলায় সেই ব্যক্তি সুন্দর ভাবে একহাতে মাথায় থাকা বাইকটি ধরে রয়েছেন এবং অন্য হাত দিয়ে সিঁড়ি ধরে উপরে উঠছেন। সম্ভবত তিনি বাইকটি বাসের ছাদে রাখবেন বলেই উপরে উঠছেন। ধারণা করা হচ্ছে, বাইকটির ওজন প্রায় ৮০ থেকে ১৫০ কেজি।

https://twitter.com/ks_jishnu/status/1276727047339962370

স্যোশাল মিডিয়ায় মাত্র ১৫ সেকেন্ডের এই ভিডিও হৃদয় ছুঁয়ে গেছে নেট নাগরিকদের। এযেন ঠিক বাস্তবের বাহুবলি। কেউ কেউ আবার তাঁকে শক্তিমান বলেও অভিহিত করেছেন। আবার কেউ তাঁকে ভারতীয় অলিম্পিক টিমে যাওয়ার কথাও বলেছেন।

Smita Hari

সম্পর্কিত খবর