মুরগিকে খাবার দিতে গিয়ে উধাও বৃদ্ধ! খুঁজে না পেয়ে অজগরের পেট চিরতেই চমকে গেল গোটা গ্রাম

Published on:

Published on:

Viral video A python swallowed a man in Indonesia

বাংলা হান্ট ডেস্ক: এক ব্যক্তিকে গিলে ফেলল বিশালাকৃতি অজগর। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায় (Indonesia)। এমনিতেও, বর্ষাকালে সাপ কোপের উৎপাত বেড়ে যায়। পাশাপাশি এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral)। ভিডিওটি এতটাই ভয়ঙ্কর যে, ভিডিওটি দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর এমনই এক অজগরের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এক ব্যক্তিকে গিলে ফেললো বিশালাকার অজগর (Viral)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে একটি স্থানে কয়েকজন মানুষ একটি বিশালাকার অজগরের (Python) পেট কেটে বের করছে দেহ। পাশাপাশি ওই ভিডিওতে দেখা গিয়েছে অজগর সাপটির পাশে বসে হাত পা ছড়িয়ে কাঁদছে এক ব্যক্তি।

এই ভিডিওটি বহু নেটিজেন শেয়ার করে লিখেছেন, অজগর সাপটি বৃদ্ধ মানুষটিকে খেয়ে ফেলেছে। অতীব ভয়ংকর একটি ঘটনা। সূত্রের খবর, চলতি বছরের ৫ জুলাই ইন্দোনেশিয়ায় ঘটেছে ঘটনাটি। জানা যায়, ৪ জুলাই ইন্দোনেশিয়ার সুলাওয়েসির দক্ষিণ বুটন প্রদেশের বাতাউগা জেলার মাজাপাহিত গ্রামে ৬১ বয়সী এক বৃদ্ধ তার পোষ্য মুরগিদের খেতে দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরের দিন বৃদ্ধ বাড়ি না ফেরায় আত্মীয়সহ স্থানীয় বাসিন্দারা অনুসন্ধান শুরু করে।

তখনই তাঁরা একটি বর্ধিত পেট আকৃতির অজগর দেখতে পায়। এই অজগরটি (Python) বৃদ্ধর বাড়ির সংলগ্ন বাগান থেকে ২০ মিটার দূরে ছিল। এটি দেখার পর স্থানীয় বাসিন্দা ও বৃদ্ধর আত্মীয়দের সন্দেহ হয়। এরপরই তারা ওই অজগরটির পেট কাটার সিদ্ধান্ত নেয়। অজগরটির পেট কেটে ওই বৃদ্ধর মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Viral video A python swallowed a man in Indonesia

আরও পড়ুন: রাস্তায় একা পেয়ে ঘিরে ধরলো চারটি কুকুর, তারপর যা হল… ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন

ঘটনাটি জানাজানি হতেই মানুষ তম্বিত হয়েছে। পাশাপাশি ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছে। দুর্বল হৃদয় মানুষদের জন্য এই ভিডিওটি না দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বহু নেটিজেন ভিডিওটিতে প্রচুর মন্তব্য করেছেন।