বাংলা হান্ট ডেস্ক: প্রকাশ্যে ঘনিষ্ঠ হওয়া নিয়ে বিতর্ক উঠেছে বহুবার। এমনকি এই বিতর্কে ভারতবর্ষ বেশিরভাগ সময়ই করা প্রতিক্রিয়ার জন্য দিয়েছে। তবে এবার দিবালোকে জনসমক্ষে সামনে ঠাস করে চড় মারলেন এক তরুণী। বর্তমানে সেই ভিডিও ভাইরাল (Viral Video) সমাজ মাধ্যমে। জানা যায়, কয়েক দিন ধরেই রাস্তাঘাটে ক্রমাগত হয়রানি শিকার হতে হচ্ছিল ওই তরুণীকে। তিতা বিরক্তি হয়ে যুবককে উচিত শিক্ষা দিল মেয়েটি। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ে (Unnao)। (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
शानदार 😇बहन 🔥🔥🔥
बहन को एक मनचले लड़के ने छेड़ा बहन ने वहीं पर सबके सामने उसकी कुटाई कर दी 🤗
शाबाश हिंदू शेरनी ✅ pic.twitter.com/hSIjfafz8L— Yati Sharma (@yati_Official1) July 20, 2025
ক্রমাগত বিরক্ত করায় মাঝরাস্তায় যুবককে চড় তরুণীর, ভাইরাল ভিডিও (Viral Video)
বেশ কয়েকদিন ধরে রাস্তাঘাটে বিরক্ত করছিলেন এক যুবক। এবার তিতাবিরোক্তি হয় তাঁকে দিবালোকে উচিত শিক্ষা দিলেন তরুণী। জনসমক্ষে সামনে ঠাসঠাস করে চড় কষালেন ওই যুবকের গালে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাওয়ে (Unnao)। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর, ওই স্কুলপড়ুয়া তরুণীকে বেশ কয়েক দিন ধরেই উত্ত্যক্ত করছিলেন এক যুবক। বার বার সতর্ক করা সত্ত্বেও শুনছিলেন না তিনি। শেষমেশ বিরক্ত হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নিলেন তরুণী। । ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে প্রকাশ্য রাস্তায় এক যুবকের কলার ধরে রয়েছেন এক তরুণী। পাশাপাশি তরুণীর এক হাতে একটি ভাঙা ইট। যদিও কিছু ক্ষণ পরে ইটের টুকরো ফেলে যুবকের চড় মারতে শুরু করেন তিনি। পাশাপাশি চলে জুতোপেটাও। এই ঘটনায় এলাকায় ভিড় জমতে শুরু হয়।
আরও পড়ুন: লক্ষ্মীবারে সোনার দাম উর্ধ্বমুখী নাকি নিম্নমুখী? দেখুন আজকের রেট চার্ট…
এরপর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উন্নাও পুলিশের (Unnao Police) তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যুবকের নাম আকাশ। গঙ্গাঘাটের ব্রহ্মনগরের বাসিন্দা ওই যুবক পেশায় ই-রিকশা চালক। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অভিযোগকারীনি জানা, বিগত কিছুদিন ধরে স্কুলপড়ুয়া ওই তরুণীকে যাতায়াতের পথে উত্ত্যক্ত করছিলেন তিনি। এর পরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেন তরুণী। এমনকি ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
স্কুলপড়ুয়া তরুণীর ওই যুবককে মারধরের ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ইয়াতি শর্মা’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এছাড়াও এই ভিডিও দেখে হইহই পড়ে গিয়েছে সমাজমাধ্যম। ভিডিওটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করছেন। তেমনই অনেকে আবার তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ওই যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।