ম্যাচ হারায় রেগে আগুন, আছাড় মেরে ভক্তের ফোন ভেঙে দিলেন রোনাল্ডো! ভাইরাল ভিডিও

   

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল মাঠে অসংখ্য গোল এবং পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জেতা এই ফুটবলার সম্প্রতি ম্যাচ হেরে মাঠের বাইরে এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নামের মধ্যে যেমন জাদু রয়েছে ঠিক তেমনিভাবে বিশ্বসেরা এই ফুটবলারের পায়ের জাদুতে সম্মোহিত সকল বিশ্ব। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রচারে আসার পর একে একে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে জুভেন্তাসে দাপটের সঙ্গে খেলে শেষপর্যন্ত আবার নিজের পুরনো দলে ফিরেছেন রোনাল্ডো। এর মাঝে মাঠের ভিতর একাধিক অনন্য গোল এবং অসংখ্য খেতাব জিতে শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন এই ফুটবলার। তবে, সম্প্রতি ম্যাচ হারার পর রাগের মাথায় তিনি এমন এক কাণ্ড করে বসলেন, যাতে শুরু হয় বিতর্ক। পরে অবশ্য ক্ষমা চেয়ে ব্যাপারটিকে মিটিয়ে নেন রোনাল্ডো।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনের সঙ্গে ম্যাচ ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে এর পূর্বে কয়েকটি ম্যাচ হারের ফলে এই ম্যাচটি ছিল রোনাল্ডোর টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত 0-1 গোলে হার স্বীকার করতে বাধ্য হয় রোনাল্ডো ব্রিগেড। ফলে স্বভাবতই ম্যাচ শেষে হতাশ হয়ে যান তিনি। এবং এর পরেই দেখা যায় ম্যাচের শেষ বাঁশি বাজার পর যখন হতাশ অবস্থায় মাঠ ছেড়ে ড্রেসিং রুমের দিকে অগ্রসর হন রোনাল্ডো, সেই মুহূর্তে রাগের মাথায় হটাৎ ভক্তের হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মাটিতে ফেলে দেন তিনি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিতর্ক সৃষ্টি হয়। রাগের মাথায় কেন এরকম কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি, এই বিষয়ে তাঁর সমালোচনায় সোচ্চার হয় অসংখ্য মানুষ।

https://twitter.com/evertonhub/status/1512792790106787853?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1512792790106787853%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Ffootball%2Ffrustrated-cristiano-ronaldo-knocks-phone-out-of-fans-hands%2F

এরপর নিজের ভুল বুঝতে পেরে টুইট করে রোনাল্ডো লেখেন, “আবেগ সামলানোটা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। তবে আমাদের সবসময় অন্যের প্রতি সম্মানজনক আচরণ করা উচিত। ধৈয্যশীল হওয়া উচিত।” এরপরই যোগ করেন, “আমি প্রকাশ্যে রাগ দেখানোর জন্য ক্ষমা চাইছি। আমি ওই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে পরের ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই।”

শনিবার এভার্টনের কাছে ম্যাচ হারার ফলে চ্যাম্পিয়নস লিগ যোগ্যতা অর্জনের পথে অনেকটাই পিছিয়ে পড়লো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিনের ম্যাচে যেমন গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো, ঠিক তেমনি মাঠের মধ্যে চোট পেয়ে বাম পা থেকে রক্ত বেরোতেও দেখা যায় তাঁর। ফলে ম্যাচ হারার হতাশা এবং চোট, এই দুই মিলিয়ে হতাশাতেই যে রোনাল্ডো এই কাণ্ড ঘটিয়ে বসেন, সে বিষয়ে মত সকলের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর