‘যুদ্ধ থামাতে শিবের কাছে প্রার্থনা করুন”, ভারতীয়দের কাছে আবেদন ইউক্রেনের রাষ্ট্রদূতের

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের চলা যুদ্ধের কারণে গোটা বিশ্বের একটাই ভয় যে, এই যুদ্ধ বাড়তে থাকলে বিশ্বব্যাপী সংকট দেখা দেবে কারণ অন্যান্য অনেক দেশও এতে জড়িত হতে পারে। এদিকে ভারতসহ অন্যান্য দেশের মানুষ এই সংকট এড়াতে প্রার্থনা করছেন। যুদ্ধ থেকে ইউক্রেনকে রেহাই দিতে ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন যে, ভারতের শিব ভক্তদের এই যুদ্ধ এড়াতে ভগবান শিবের কাছে প্রার্থনা করা উচিত।

নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা একথা বলেছেন। এই ঘটনার একটি ভিডিও’ও সামনে এসেছে। সেখানে তাকে বলতে দেখা যাচ্ছে যে, আজ ভারতে মহাশিবরাত্রি উৎসব। আমার আবেদন ইউক্রেনের জনগণ এই সংকট থেকে যাতে বেরিয়ে আসতে পারে তাই এই যুদ্ধের অবসানের জন্য আপনারা সবাই ভগবান শিবের কাছে প্রার্থনা করুন।

ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইগর পোলিখা একথা বলেন। তিনি আরও বলেন, প্রতি রাতেই ইউক্রেনে গোলাগুলি হচ্ছে, চারদিক থেকে গোলাগুলি হচ্ছে। মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক ও খারাপ বিষয় যে, ইউক্রেনে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে।

এর আগে ইগর পোলিখা এই বিষয়ে ভারতের কাছে হস্তক্ষেপের আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন যে, আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের একটি বড় মর্যাদা রয়েছে এবং আমরা আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে হস্তক্ষেপ করবেন। বর্তমানে মহাশিবরাত্রিতে শিব ভক্তদের কাছে ইগর পোলিখার আবেদনের ভিডিও ভাইরাল হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর