ভারতে থাকা জিন্নাহ টাওয়ারে উত্তোলন করা গেল না জাতীয় পতাকা, কয়েকজনকে আটক করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বুধবার ৭৩তম স্বাধীনতা দিবস পালন করল ভারত। দেশজুড়েই এই বিশেষ দিনের জন্য ছিল বিশেষ প্রস্তুতি। বাদ যায়নি জম্মু ও কাশ্মীরও। উপত্যকার বিভিন্ন এলাকায় ৭৩তম প্রজাতন্ত্র দিবসের দিনে উড়েছে ভারতীয় পতাকা। আর সবথেকে গর্বের বিষয় হল, শ্রীনগরের লাল চকের ঘণ্টাঘরে দীর্ঘ ৩০ বছর পর ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

তবে, লাল চকে জাতীয় পতাকা উত্তোলন করা গেলেও অন্ধ্র প্রদেশের গুন্টুরের জিন্নাহ টাওয়ারে ভারতের পতাকা উড়ল না। জিন্নাহ টাওয়ারে’ ভারতের জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করা কয়েকজনকে গ্রেফতার করেছে গুন্টুর পুলিশ। এমনকি এরপর পুলিশ টাওয়ারের চারপাশে নিরাপত্তা জোরদার করে এবং সেখানে ব্যারিকেডও দেয় যাতে কেউ প্রবেশ করতে না পারে।

নিজের দেশেই জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘জিন্নাহ টাওয়ার’-এ জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টাকারী যুবকদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে অনেক। নেটিজেনদের একটাই প্রশ্ন, সেটা হল ভারতে এখনও জিন্নাহর নামে একটি টাওয়ার কেন রয়েছে?

বলে দিই, গুন্টুরে যেই জিন্নাহ টাওয়ারে তেরঙ্গা উত্তোলনের চেষ্টা করেছিল তার নামকরণ করা হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহর নামে। জানা গিয়েছে যে, মহম্মদ আলি জিন্নাহর প্রতিনিধি লিয়াকত আলি খান স্বাধীনতার আগে অন্ধ্র প্রদেশের গুন্টুর সফরে গিয়েছিলেন। সেই সময় জিন্নাহর প্রতিনিধিকে সংবর্ধনা জানিয়েছিলেন তেলেগু দেশম পার্টির নেতা। সেই নেতাই এই মুসলিম লীগের প্রধান জিন্নাহর সম্মানে একটি টাওয়ার নির্মাণ করেছিলেন, যা আজ ‘জিন্নাহ টাওয়ার’ নামে পরিচিত। পাশাপাশি অনেকে এটাও বলছেন যে, শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে মহাত্মা গান্ধী রোডে এই টাওয়ার বসানো হয়েছে।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর