ভাইরাল ভিডিও বদলে দিল গরীব দোকানির ভাগ্য, কান্না মুছে হাসি ফিরে এল বৃদ্ধ দম্পতির মুখে

viral video : সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও এর দৌলতে রাতারাতি বদলে গেল গরীব দম্পতির ভাগ্যের চাকা। দিল্লির মালব্য নগরে একটি ছোট ধাবা চালাতেন বৃদ্ধ দম্পতি। সামাজিক মাধ্যমের জন্য একটি ভিডিও করতে সেখানে উপস্থিত হয়েছিলেন একজন। সেখানে ক্যামেরার সামনেই বিক্রি না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ।

IMG 20201008 145401

২৪ ঘন্টার মধ্যে সেই ভিডিওটি এতটাই ভাইরাল হয়ে যায় যে লোকেরা নিজেই তাদের সহায়তা করতে পৌঁছে যায়। আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতীও সহায়তার জন্য এগিয়ে আসেন।

ভিডিওটি গতকালই বসুন্ধরা নামের এক টুইটার ব্যবহারকারী শেয়ার করেন। পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও। বৃদ্ধ দম্পতির মুখে হাসি ফিরিয়ে দেবার জন্য ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা।

পরদিনই ঐ দোকানের সামনে উপচে পড়ে ভিড়। বিভিন্ন এলাকা থেকে বাবা কি ধাবা নামের এই দোকানে খাবার খেতে যায় সাধারণ মানুষ। যে দোকানে একেবারেই বিক্রি ছিল না রাতারাতি বিক্রি বেড়ে হাসি ফুটে ওঠে বৃদ্ধ দম্পতির মুখে। নেটপাড়াও বেজায় খুশি গরীব স্বামী স্ত্রীর মুখে হাসি ফিরিয়ে দিতে পেরে।

বিভিন্ন ইসুতে বার বারই গর্জে উঠেছে নেটপাড়া। আবার বিভিন্ন সামাজিক কাজেও ঝাঁপিয়ে পড়েছে নেটাগরিকদের একাংশ। সচেতনতা থেকে বিপ্লব, নেটপাড়ার নাগরিকদের ক্ষমতা কতটা তা ফের একবার প্রমাণ করল এই ভিডিওটি।

https://twitter.com/VasundharaTankh/status/1313881005179064320?s=19

 


সম্পর্কিত খবর