মালগাড়ির নীচে ২ বছরের জীবন্ত শিশু; ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠবেন

Last Updated:

viral video : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল হয়। বেশ কিছু ভিডিও দেখে যেমন আমরা অত্যন্ত আনন্দ পাই তেমনই বেশ কিছু ভিডিও আমাদের ভাবিয়ে তোলে। সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনার প্রতিটি রোমকূপ খাড়া হয়ে যাবে।

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক শিশু। চলন্ত মালগাড়ির নীচে চলে এসেছিল সে। লোকো পাইলটের তৎপরতায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেল সে। তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি।

জানা গিয়েছে ভিডিওটি হরিয়ানার বল্লভগড়ের। ভিডিওতে একটি ছোট্ট একটি শিশু একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের নীচে আটকা পড়েছে। এখন প্রশ্ন এই ছোট্ট শিশুটি কীভাবে মালগাড়ির ইঞ্জিনের নীচে এসেছিল।

নাভাল কান্ত সিনহা নামে একটি টুইটার ব্যবহারকারী তার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করতে গিয়ে বলেন, এর থেকে আরেকটি বড় শিশু দুষ্টুমি করে এই ২ বছরের শিশুটিকে রেললাইনে নিয়ে চলে এসেছিল।

সৌভাগ্য যে বল্লভগড় স্টেশন থেকে বেরোনোর সময় এই মালগাড়ির গতি খুব কম ছিল। যার ফলে লোকো পাইলট ট্রেনটি থামাতে পেরেছিল। যদিও শিশুটি ট্রেনের নীচেই চলে আসে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে ভাল বিষয়টি হল শিশুটি নিরাপদে উদ্ধার হয়েছিল এবং তার বিশেষ কোনো আঘাত লাগেনি।

 

X