বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল (Viral) হচ্ছে। ওই ভিডিওতে আমেরিকার রাষ্ট্রপতিকে সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশ কয়েকবার হোঁচট খেয়ে পড়তে দেখা গিয়েছে। যদিও, বারবার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরেও রাষ্ট্রপতি বাইডেন কোনও আঘাত পাননি আর তিনি সুরক্ষিত ভাবে বিমানে উঠে পড়েন।
শুক্রবার বাইডেন অ্যাটলান্টা সফরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অ্যাটলান্টায় তিনি এশিয়া-আমেরিকানদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। নিজের সফরে যাওয়ার জন্য তিনি এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি দিয়ে চড়ছিলেন, আর তখন উনি ভারসম্য খুইয়ে দেন এবং সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান। এরপর বাইডেন নিজেকে সামলানোর প্রচেষ্টা করে উঠতে গেলে, আবারও পড়ে যান। এরকম ওনার সঙ্গে এক দু’বার না। তিন তিনবার হয়েছে।
WATCH: Biden falls three times trying to climb the stairs to board Air Force One pic.twitter.com/IfDUjLPQB4
— Breaking911 (@Breaking911) March 19, 2021
হোঁচট খেয়ে পড়ার পর আমেরিকার রাষ্ট্রপতি ওঠার চেষ্টা করলেও আবারও পড়ে যান। এরপ বাইডেন সতর্কতা অবলম্বন করে বিমানের সিঁড়ির রেলিং ধরে চলা শুরু করেন। সিঁড়ির উপরে যাওয়ার পর বাইডেন স্যালুট করে বিমানের অন্দরে প্রবেশ করেন।
বিমানের সিঁড়িতে বেশ কয়েকবার পড়ে যাওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যেরিন জীন মিডিয়াকে জানান, রাষ্ট্রপতি ১০০ শতাংশ সুরক্ষিত আছেন। তিনি বলেন, সিঁড়িতে চলার সময় রাষ্ট্রপতি ভারসম্য খুইয়ে দিয়েছিলেন, সেই কারণে তিনি পড়ে গিয়েছিলেন। এরথেকে বেশি আর কিছুই না। বলে দিই, আমেরিকার রাষ্ট্রপতি যখন বিমানে উঠছিলেন, তখন সেখানে হাওয়ার গতি অনেক বেশি ছিল। আর এই কারণেই বাইডেন বারবার হোঁচট খেয়ে পড়ছিলেন।