১৫১ তম জন্মদিনে জাতির জনককে সম্মান জানাল বুর্জ খলিফা, তুমুল ভাইরাল ভিডিও

Published On:

viral video : গতকাল ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। ভারতের পাশাপাশি বিশ্বের নানা দেশে এই দিনটিকে অত্যন্ত সাড়ম্বরে ও সম্মানের সাথে পালন করা হয়। এবার সেই স্রোতে গা ভাসাল সংযুক্ত আরব আমিরশাহিও। জাতির জনকের জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানাল বুর্জ খলিফা।  নিমেষে ভাইরাল হল সেই ভিডিও।

সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফাতে  একটি বিশেষ এলইডি শোয়ের মাধ্যমে গান্ধী জয়ন্তী উদযাপন করেছে।  এটি তাঁর বিখ্যাত কয়েকটি উদ্ধৃতিও প্রদর্শন করা হয় বুর্জ খলিফার আলোর মালায়।  ‘ভবিষ্যতে আপনি আজ যা করেন তার উপর নির্ভর করে’ এই বার্তাটি দিয়ে, বাপু চরকা কাটা স্কেচগুলি ১৬৫ তলা বিশিষ্ট টাওয়ারে দেখানো  হয়েছিল।

 

অনুষ্ঠানের পাশাপাশি কনস্যুলেট কর্মকর্তারা এই এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করেন।  ভারতীয়দের সহযোগিতায়, মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিন  উপলক্ষে বিভিন্ন এলাকায় ১৫১ টি গাছ লাগানো হয়েছিল।

জিইএমএস আওয়ার নিজস্ব ইন্ডিয়ান স্কুলে মিশনের পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের বার্ষিক বিতর্ক সভা কোভিড -১৯ এর কারণে অনলাইনে আয়োজন করা হয়েছিল।  শিক্ষার্থীদের জন্য রচনা ও ছবি আঁকার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

https://twitter.com/BurjKhalifa/status/1312075883017105412?s=19

সম্পর্কিত খবর

X