fbpx
টাইমলাইনভাইরাল

ভাইরাল ভিডিওঃ কর্মচারিদের সাথে নেচে অফিস মাতালেন CEO

বাংলাহান্ট ডেস্কঃ কর্মচারীদের সাথে মন খুলে নাচছেন কোম্পানির CEO, এমন দৃশ্য ভীষনই বিরল। এই বিরল কাজই করলেন ওলস্পান ইন্ডিয়া লিমিটিডের CEO দীপালি গোয়েঙ্কা। কোম্পানির অন্যান্য কর্মচারীদের সাথে তার ‘মুকাবিলা’ গানের নাচটি সম্প্রতি সামাজিক মাধ্যমে হয়েছে ভাইরাল।

স্বাভাবিক ভাবেই যে কোনো সংস্থার CEO এর ওপরে কোম্পানির অনেক গুরু দায়িত্ব ন্যস্ত থাকে। তাই সংস্থার CEO রা স্বাভাবিক ভাবেই হন ভীষন গম্ভীর প্রকৃতির। আবার এমন অনেক সংস্থার CEO আছেন যারা বন্ধুর মতোই মিশে থাকেন কর্মচারীদের সাথে। ওলস্পান ইন্ডিয়া লিমিটিডের CEO দীপালি গোয়েঙ্কা তাদেরই একজন

তাই এভাবে সকলের সঙ্গে নাচলেন তিনি৷ এবং কর্মচারিরাও তার সঙ্গে অনায়াসে নাচতে পারলেন৷ বলা ভাল CEO নাচতে দেখেই সকলে নাচতে শুরু করলেন৷ এতেই দারুণ পরিবেশ সৃষ্টি হল অফিসের মধ্যেই৷

কোম্পানির CEO মন খুলে নাচছেন কর্মচারিদের সঙ্গে৷ মুকাবলা গানটির সঙ্গে৷ এমন ভিডিও দেখলে মন ভরে যাবেই৷ ওলস্পান ইন্ডিয়া লিমিটিডের CEO দীপালি গোয়েঙ্কা এবং যুগ্ম ম্যানেজিং ডিরেক্টরের নাচ দেখতে সকলেই ব্যস্ত হয়েছে৷

ভিডিওটি সামনে আসতে ব্যাপকভাবে ভাইরাল৷ একলাখ ভিউ হয়েছে ভিডিওটি। ভিডিওটি শেয়ার করেছেন RPG এন্টারপ্রাইসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা, এবং খুবই প্রশংসা করেছেন দীপালির৷ হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, Rare to see a CEO dance and have fun in an office setting. That’s the way to create a happy culture @DipaliGoenka#welspun. (সিইও নাচ এবং অফিসের কর্মচারীদের এই নাচ বিরল। এটি একটি সুখী সংস্কৃতি তৈরির উপায়@DipaliGoenka #welspun)।

Back to top button
Close
Close