‘আমি বড় পর্দার জন্য ভিডিও বানাই’ কোল্ডপ্লে’ কনসার্টে পরকীয়ার আক্রমণে পড়ে ‘পরিচয়’ পাল্টে ফেললেন সমনামী

Published on:

Published on:

Viral Video CEO of famous company changes 'bio' after being attacked by same name at concert

বাংলা হান্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার ক্যারিয়ার থেমে গেল এক মুহূর্তেই। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের একটি কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়ে এক দম্পতির বাইরে অন্য সম্পর্কের ইঙ্গিত। আর সেই ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে আমেরিকা তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও অ্যান্ডি বাইরন এবং তার সংস্থার এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটকে নিয়ে। তবে এবার এই ঘটনার অন্য একটি দিক ধরা পড়ল। ভাইরাল হওয়া ভিডিওতে আমেরিকান তথ্যপ্রযুক্তি সংস্থার সিইও অ্যান্ডি বাইরন এর পরিবর্তে এবার চর্চার মুখে পড়ল অন্য অ্যান্ডি বাইরন। এই প্রসঙ্গে অ্যান্ডি বাইরন জানান, ‘আমি ভিডিওতে ধরা পড়ি না, বানাই’। পাশাপাশি, কনসার্টে পরকীয়ার আক্রমণের মুখে পড়ে ‘পরিচয়’ পাল্টে ফেললেন পরকীয়াকাণ্ডে ধরা পড়া সিইওর সমনামী অ্যান্ডি বাইরনের পরিবর্তে এবার সমালোচনার শিকার হয়ে বসলেন অন্য অ্যান্ডি বাইরন। একনাম হওয়ায় এই সমস্যায় পড়তে হয় তাকে।

আক্রমণের মুখে ‘পরিচয়’ পাল্টে ফেললেন পরকীয়াকাণ্ডে ধরা পড়া সিইওর সমনামী (Viral Video)

স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে গিয়েছিলেন কনসার্টে। কিন্তু সেখানকার ক্যামেরায় ধরা পড়ে গেল তাঁদের ঘনিষ্ঠতা। এমনি একটি ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিখ্যাত সংস্থার সিইওর সঙ্গে এইচআর হেডের পরকীয়া। এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় জোর চর্চা চলছে দু’জনকে নিয়ে। তবে হাতেনাতে ধরা পড়েও মুখে কুলুপ এঁটেছেন দু’জনে। (ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

‘অ্যান্ডি বাইরন’ নামের এক নেটিজেন লিঙ্কডিনের পাতায় এক নাম হওয়ার কারনে একটি পোস্ট শেয়ার করেন। তাতে তিনি আসল অ্যান্ডির কথা উল্লেখ করে লেখেন, না, ‘আমি সেই অ্যান্ডি নই। আমি কোল্ডপ্লের কনসার্টে ধরা পড়িনি। আমি বড় পর্দার জন্য ভিডিও বানাই।’ বড় পর্দার ভিডিয়োয় পরকীয়া করতে গিয়ে ধরা পড়ি না। আপনারা কেউ যদি সঠিক উদ্দেশ্যে ভিডিয়ো তৈরি করে মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে চান তা হলে সত্বর যোগাযোগ করুন।

Viral Video CEO of famous company changes 'bio' after being attacked by same name at concert

জানা যায়, সমনামী অ্যান্ডি এক ভিডিও নির্মাণসংস্থার কর্মী। সমাজমাধ্যমে এত দিন সেই পরিচয়েই ছিলেন তিনি। কিন্তু কটাক্ষের মুখে পড়ে বায়োডেটা পরিবর্তন করে ফেললেন তিনি। আসল অ্যান্ডির পরকীয়া নিয়ে মশকরা করে সমনামী আরও লেখেন, ‘আমি যে এক দিনের জন্য সমাজমাধ্যমে রাজা হয়ে গিয়েছিলাম তা জানলে আমার স্ত্রী খুব খুশি হবে। আমি তো আর আমার সহকর্মীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ওকে ঠকাচ্ছি না।’

Viral Video CEO of famous company changes 'bio' after being attacked by same name at concert

আরও পড়ুন: লাঞ্চ জমে যাবে! বৃষ্টির দিনে বানিয়ে ফেলুন দুটি ভিন্ন স্বাদের খিচুড়ি, রইল সহজ রেসিপি…

প্রসঙ্গত, গতবুধবার বস্টনে কোল্ডপ্লে’র শো চলাকালীন দেখা যায়, একে অপরকে জড়িয়ে ধরে কনসার্ট উপভোগ করছেন বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার এইচআর হেড ক্রিস্টিন ক্যাবো। কিছুক্ষণের মধ্যে কনসার্টে থাকা ক্যামেরা তাদের দিকে ঘুরতেই মুখ লুকিয়ে ফেলন ওই যুগল। তারপরেই শুরু হয় বিতর্ক ও সমালোচনা। এরপর কোল্ডপ্লে’ ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনের নজরে সেই ভিডিও পড়ায় তিনি মঞ্চ থেকে কিছু না জেনেই বলে ওঠেন, হয় তাঁরা খুব লজ্জা পাচ্ছেন, নয়তো এদের পরকীয়া সম্পর্ক রয়েছে।