বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল (viral video) হয়েছে এমন একটি ভিডিও যা দেখে হতবাক নেটপাড়া। হাতির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকা চিতাকে নিয়ে এই মুহুর্তে তুমুল আলোচনা চলছে নেটাগরিকদের মধ্যে।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন করা ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন নেটাগরিকেরা। আর সেই ভিডিও ভাইরাল ( viral) হলে রাতারাতি নায়ক বা খলনায়ক হয়ে যায় যে কেউ। এবার সামাজিক মাধ্যমে হইচই ফেলে দিল এক চিতা।
ভাইরাল হওয়া ২৬ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, একটি হিংস্র চিতা পাথরের ওপর গা এলিয়ে বসে রয়েছে৷ পাথরের ওপর থেকে সে মুগ্ধ দৃষ্টিতে দেখছে এক বিশাল হাতিকে। হাতি আর চিতার চিরকালই খাদ্য খাদকের সম্পর্ক। কিন্তু এই চিতার দৃষ্টি যেন হিংসার নয়। যেন হাতিটির প্রেমে পড়েছে ঐ চিতা।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন, ভারতের বন আধিকারিক সুশান্ত নন্দা। ক্যাপশনে তিনি লিখেছেন, রাজকীয় হাতি দেখতে সকলেই ভালোবাসে। হাতি ও চিতার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহুর্তে ভাইরাল হয়ে যায়।
Everyone loves watching the majestic elephants😊 pic.twitter.com/d5bRXwW8p4
— Susanta Nanda (@susantananda3) August 3, 2020
সামাজিক মাধ্যম টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, কয়েকটি হাতির ছানা কাদায় খেলছে। খেলতে খেলতে ঠিক মানুষের শিশুর মতই কাদায় গড়িয়ে পড়ছে তারা। যদিও মানুষের শিশুর মত তাদের বকা খেতে হচ্ছে না। উল্টে মাহুতরাই তাদের গায়ে কাদা মাখিয়ে দিচ্ছে।
ভিডিওতে এক মাহুতকে দেখা যায় পাইপের জল দিয়ে তাদের স্নাল করিয়ে দিতেও। ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই তুমুল ভাইরাল হয়ে যায়।
We all apply sun screen lotions 😟😟 pic.twitter.com/xfxu3OtagI
— Susanta Nanda (@susantananda3) July 30, 2020