viral video : জনপ্রিয় খাবার চিকেন নাগেট ঘুরে এল মহাকাশ থেকে! বিশ্বাস হচ্ছে না তো? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এমনটাই। কিন্তু কেন এই মহাশূন্যে অভিযান? জানেন না যারা পাঠিয়েছেন তারাও।
চিকেন নাগেট খুবই জনপ্রিয় চিকেনের তৈরি স্ন্যাকস। ব্রিটেনের সুপার মার্কেট চেন ‘আইসল্যান্ড ফুডস’ গত ৫০ বছর ধরে এই খাবারটি বিক্রি করে আসছে। সম্প্রতি ৫০ বছর পূর্তিতে এই জনপ্রিয় খাবারকেই মহাশূন্যে ঘুরিয়ে নিয়ে এল তারা। সেই একা একা ভ্রমণের ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
৫৯ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওটি পোস্ট হয়েছে আইসল্যান্ড ফুডস সংস্থার টুইটার একাউন্ট থেকে৷ যেখানে এই মহাকাশ অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাবন্দী করা হয়েছে। দাবি করা হয়েছে ১ লাখ ১০ হাজার ফুট উপরে পৌঁছে গিয়েছিল এই খাবারটি। জানা যাচ্ছে, পুরো সময় নজর রাখার জন্য তৈরি হয়েছিল একটি আলাদা টিমও।
পুরো যাত্রাপথে এই নাগেটের সঙ্গী ছিল একটি ক্যামেরা। কিভাবে এই নাগেট মহাকাশে পাড়ি দিল তা জানা না গেলেও। মহাকাশ যাত্রার পুরো সময়টাই চিকেন নাগেটের মুহুর্তগুলিকে বন্দী করেছে এই ক্যামেরা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ৪ লাখ ১৫ হাজারের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি।
https://twitter.com/IcelandFoods/status/1315989798998413313?s=19