বাংলা হান্ট ডেস্ক: রাস্তায় পড়ে থাকা পাথরকে ঘড়িতে রূপান্তর করল এক কিশোর। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সমাজের মাধ্যমে। পাশাপাশি সেই ঘড়ি ৫০০০ টাকায় বিক্রিও করলেন তিনি। একটি সাধারন জিনিসকে শুধুমাত্র সৃজনশীলতা ব্যবহার করে অসাধারণ করে তোলা যায় তার প্রমান আরও একবার দিলেন সেই কিশোর। আর তার এই ভিডিও বর্তমানে সমাজ মাধ্যমের ঝড় তুলেছে।[যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট]।
রাস্তার পাথর থেকে ঘড়ি! ভাইরাল ঘড়ি, ৬ কোটি ভিউ (Viral Video)
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। সেই ভিডিওতে (Viral Video) দেখা যায় সামান্য একটু পাথরকে কিভাবে মূল্যবান একটি পণ্যে পরিণত করা সম্ভব। যদিও সেই ভিডিওর শুরুতে কিশোরকে বলতে শোনা যায়, ‘পাথরের থেকে কি অর্থ উপার্জন করা সম্ভব’? সেই প্রশ্ন নিয়ে তিনি রাস্তার ধার থেকে একটি বড় পাথর নিয়ে আসেন। তারপর সেটিকে কাটেন। এরপর পাথরের পিছনে একটি বর্গক্ষেত্র কেটে এবং সামনে একটি গর্ত তৈরি করে পাথরটি কেমন আকার দেয় যাতে একটি ঘড়ির মতন যন্ত্র লাগে।
View this post on Instagram
তারপর সেই পাথরটিতে রং করে। এবং রং শুকানোর পরে এটিকে পালিশ করে তোলে দামি পাথরের টুকরো করার মতন। তারপরই শেষে ঘড়ির যন্ত্র বসিয়ে দেওয়া হয় চৌকো করে কাটা অংশে। পাশাপাশি এই পাথরের ঘড়িটিকে নিয়ে কিশোর দিল্লির জনবহুল এলাকায় বিক্রির জন্য পৌঁছে যায়।

আরও পড়ুন: শীতে অসুখ-বিসুখে বারবার ভুগছেন? ইমিউনিটি বাড়িয়ে তুলতে পান করুন লবঙ্গ চা, চিকিৎসকদের মতামত
কিশোরের হাতে এই অদ্ভুত ধরনের ঘড়ি দেখে পথ চলতে বেশিরভাগ মানুষই কৌতুহল বসত এটির দেখার জন্য থমকে দাঁড়ায়। আবার অনেক জনতা এর থেকে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ তাদের মনে হয়েছিল পণ্যটি নিখুঁত নয়। তবে কিশোর প্রিয় বুঝতে পারেন, যদি ঘড়িটি বিক্রি করতে হয় তাহলে সেটি চেহারা আরও সুন্দর করে তুলতে হবে। তাই ঘড়িটির ফাঁকা অংশটি সুন্দর করে কেটে দেয় সে।
এরপর আবারো সে একই জায়গায় ফিরে আসে। এবার তাকে আর নিরাশ হতে হয়নি। হঠাৎ করে এক ব্যক্তি এসে ঘড়িটির দাম জানতে চায়। আর সেই কিশোরটি আত্মবিশ্বাসের সঙ্গে ৫০০০ টাকা দর হেঁকে বসে। এবং আশ্চর্যের বিষয় ক্রেতা সেই টাকা দিয়ে ঘড়ির ট্রিক কিনতে রাজি হয়ে যান। পাশাপাশি কর্কটের ৫০০০ টাকা দিয়ে ঘড়িটি কিনে নেন সেই ব্যক্তি। তবে কিশোরটি পরে জানান, এই ঘড়িতে তৈরি করতে তার মোট খরচ হয়েছে ৪৬০ টাকা। আর তিনি উপার্জন করেছে ৪ হাজার ৫৪০ টাকা।
আর এই ভিডিওটি সম্প্রতি, ডিলাক্সভাইয়াজি নামের একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যা বর্তমানে ভাইরাল (Viral Video)। যেখানে এই ভিডিওতে ভিউ এসেছে প্রায় ছয় কোটি। পাশাপাশি ৫২ লক্ষের বেশি লাইক জমা পড়েছে। এছাড়াও কিশোরের হাতের কাজ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে।












