বাংলা হান্ট ডেস্ক: সন্তানদের বিপদের হাত থেকে বাঁচাতে প্রত্যেক মা-ই অসাধ্য সাধন করতে পারেন। এমনকি, মানুষের পাশাপাশি জীবজগতের প্রতিটি সংবেদনশীল প্রাণীর ক্ষেত্রেও এই ঘটনা পরিলক্ষিত হয়। পাশাপাশি, এই সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেগুলি দেখার পর আবেগাপ্লুত হয়ে পড়েন সকলে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার সামনে এল এমন একটি ভিডিও, যেখানে একটি অসম লড়াইতে সাক্ষাৎ বিপদের হাত থেকে ছানাকে বাঁচিয়ে নিল একটি ইঁদুর।
আর সেই দৃশ্যই যেন ফের একবার প্রমাণ করে দিল যে, ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর মধ্যেও সন্তানের প্রতি মায়ের অপার স্নেহ বর্ষিত হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে একটি সাপের মুখ থেকে নিজের ছানাকে বাঁচিয়ে আনতে দেখা যায় একটি ইঁদুরকে। আর এভাবেই যেন খাদ্য-খাদকের শৃঙ্খলা ভেঙে জয় হল মাতৃত্বের। যা অবাক করে দিয়েছে নেটাগরিকদেরও।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা দিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কাটাই। যেখানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের পাশাপাশি পাওয়া যায় মজাদার সব পোস্ট এবং ভাইরাল হওয়া ভিডিও। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা ছুঁয়ে যায় মনের মণিকোঠাকে। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে? মূলত, ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রাস্তার ওপরেই একটি ইঁদুরছানাকে আক্রমণ করেছে একটি বিরাট সাপ। এমনকি, সেটিকে কামড়ও বসিয়ে দেয় সে। এদিকে, মুখে করেই ছানাটিকে নিয়ে পালানোর সময় সেখানে উপস্থিত হয়ে যায় মা ইঁদুরটি। তারপরেই শুরু হয় ধুন্ধুমার লড়াই। ইঁদুরটি সাপের মুখ থেকে ছানাটিকে বাঁচানোর জন্য কার্যত মরিয়া হয়ে ওঠে। আর সেই কারণেই ক্রমাগত বাধা দিতে থাকে সাপটিকে। এমনকি, সাপটির লেজেও আঘাত করতে থাকে সে।
যদিও, সাপটিও পাল্টা আক্রমণ করতে থাকলেও একটা সময়ে ছানাটিকে রাস্তায় ফেলেই পালিয়ে যায় সে। তারপরেই দেখা যায় যে, মা আহত ইঁদুরটি ছানাটির কাছে উপস্থিত হয়েছে। রীতিমতো যুদ্ধ করেই সাক্ষাৎ বিপদের হাত থেকে সে রক্ষা করে নেয় ছানাটিকে। এদিকে, এই ভিডিওটিই ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। শুধু তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যাও। অমিত বানসাল নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে। এদিকে, এই ভিডিওটি দেখে আবেগাপ্লুত হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।