দুর্ঘটনায় মৃত বেড়ালকে জাগানোর চেষ্টা কুকুরের, ভাইরাল ভিডিও চোখে জল এনে দিল নেটপাড়ার

Published On:

viral video : প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। এই ভিডিও গুলির মধ্যে অনেকগুলিই পশু পাখির। সম্প্রতি দুই পশুর এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখে জল নেটপাড়ার

কুকুর ও বিড়াল চিরকালের একে অপরের চিরশত্রু। যদিও এর আগেও ভাইরাল ভিডিওতে এদের বন্ধুত্বের মুহুর্ত দেখা গিয়েছে। তবুও এই ভিডিওটি একটু অন্যরকম। একটি সড়ক দুর্ঘটনায় আহত পরে একটি কুকুর তার বিড়াল বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছিল।

জানা গেছে কুকুরটির নাম ব্ল্যাক প্যান্থার৷ সে পথের ধারেই থাকে। বন্ধু বিড়াল দুর্ঘটনায় পড়ার পর সে সেখানে ছুটে যায়৷ সে বার বার তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে বিড়ালটির মৃত্যু হয়েছে।

জানা গেছে, ঐ বিড়ালটি চীনের শানঝাং প্রদেশের একটি রাস্তায় সন্ধ্যে ৭টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে৷ রাস্তায় কোনো এক পথচারী মৃত্যুর পর বিড়ালকে জাগিয়ে তোলার এই চেষ্টার ভিডিও তোলেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েক লাখ নেটিজেন দেখে ফেলেছে এই ভিডিও। প্রত্যেকেই এই হৃদয় বিদারক ঘটনা দেখে দুঃখ প্রকাশ করেছে।

https://youtu.be/qQFFw9Ad5XY

X