বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : বর্তমান সময়ে আমরা হয়ে পড়েছি স্বার্থপর। এই স্বার্থপরতার যুগে অনুপ্রেরণা হতে পারে এমনই একটি ভিডিও (video) সম্প্রতি ভাইরাল (viral) হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে জোরচর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
সায়েন্স-নেচার হাব নামক এক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটিতে জলের কাছে একটি হাঁসকে খাবার খেতে দেখা যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁসটি মুখে করে খাবার নিয়ে জলের মাছদের খাওয়াচ্ছে। যা খুবই পছন্দ হয়েছে নেটাগরিকদের।
যদিও আদতে হাঁস তার খাবারের ভাগ দিচ্ছে না মাছ দের। হাঁস নিজের খাবার জলে ডুবিয়ে খায়। এই কারনে যখন সে তার খাবার জলে ডোবাচ্ছে তখনই মাছ সেই খাবার চুরি করে খেয়ে নিচ্ছে।
তবে বাস্তবতা যাই হোক, নেট দুনিয়ায় কুর্ণিশ কুড়িয়েছে এই হাঁসটি। অনেকেই এই হাঁসকে দয়ালু বলে আখ্যা দিয়েছে। এক নেটাগরিকের মন্তব্য, ” মহাত্মা হাঁস। ওয়েবে এমন অনেক ভিডিও দেখা গেছে যা দাতব্য ও সহানুভূতির গুণাবলী দেখায় কিছু পোষা প্রাণী এবং এমনকি বন্য পাখি এবং প্রাণীতেও পাওয়া যায়।”
ইতিমধ্যেই প্রায় ২২ হাজার নেটগরিক দেখে ফেলেছেন এই ভিডিওটি। ১ হাজার ৪০০ এর বেশি মানুষ পছন্দ করেছেন। ৪২৫ বার রিটুইট করা হয়েছে। দেখুন এই ভিডিওটি
https://twitter.com/HubNature/status/1298077759948951553?s=19