স্নানের সময় জলে নেমে দুষ্টুমিতে মাতল একরত্তি হাতি; তুমুল ভাইরাল ভিডিও

Published On:

viral video :  প্রায় প্রতিদিনই হাতির কোনো না কোনো ভিডিও ভাইরাল (viral video) হয়। কোনো টায় হাতিদের দেখা যায় দুষ্টুমি করতে, কোনো ভিডিওতে আবার নিজের বুদ্ধিমত্তারও পরিচয় রাখে সে। তবে সব চেয়ে বেশি হাতির যে ভিডিও ভাইরাল হয় সেগুলির বেশিরভাগটাই জলকেলির।

জলকেলি করতে হাতি খুবই ভালোবাসে। সারাদিন জলে কাটাতেও তার আপত্তি নেই। এমনই আরেক জলকেলির ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়াতে।এবার একরত্তি হাতির স্নানের সময় দুষ্টুমি মন কেড়েছে নেট জনতার।

ভাইরাল ভিডিওতে মায়ের সাথে হাতির শিশুকে স্নান  করতে দেখা যায়।  মাহুতরা তাদের পরিষ্কার করার জন্য পাইপ থেকে জল স্প্রে করে।  তবে, ছোট্ট হাতির এই ভাবে স্নান পছন্দ হয় নি। সে ঐ পাইপের সামনে থেকে সরে এবং জলে ভরা অন্য একটি টাবের ভিতরে জলে নেমে জলকেলি করতে থাকে।

সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিওটি। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা। সোস্যাল মিডিয়ায় নেটিজেনরা বেশ মজা পেয়েছেন এই ভিডিওটি দেখে। একজন কমেন্ট করেছেন, এর থেকে মিষ্টি ভিডিও আর হতে পারে না।

https://twitter.com/HopkinsBRFC/status/1309972783594602496?s=19

এর আগে, ধর্মশালার মঞ্জুনাথ স্বামী মন্দিরে ছিল তার নামকরণ  অনুষ্ঠান সাঙ্গ হতেই শিশুদের ছোট্ট প্লাস্টিকের পুলে জল নিয়ে খেলার একটি ভিডিও ভাইরাল হয় । শুড় দিয়ে জল ছিটিয়ে দেয়। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হওয়া ভিডিও ইতিমধ্যেই প্রায় ১.৪ মিলিয়ন নেট জনতা দেখে ফেলেছে । লাইক পড়েছে প্রায় ১২ হাজার।

X